কলকাতা, 23 অগস্ট: নিরাপত্তা জনিত কারণে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ভার্চুয়ালি আদালতে পেশের আবেদন করা হয়েছিল জেল কর্তৃপক্ষের তরফে ৷ প্রেসিডেন্সি সংশোধনাগার এবং আলিপুর মহিলা সংশোধনাগারের সেই আবেদনে সায় দিল ব্যাঙ্কশাল কোর্ট (Bankshall Court on Partha Arpita) ৷ সংশোধনাগার কর্তৃপক্ষ সূত্রের খবর ব্যাঙ্কশালের বিশেষ আদালতে এই আবেদন জানানোর পর তা মঞ্জুর করা হয়েছে ৷ ফলে আগামী 31 অগস্ট অপাকে আর আদালতে সশরীরে পেশ হতে হবে না ৷
আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) এবং প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ এই দুই সংশোধনাগারের উচ্চপদস্থ আধিকারিকদের তরফে আদালতে একটি আবেদন করা হয়েছিল ৷ সেখানে বলা হয়েছিল, নিরাপত্তার জনিত কারণে তাঁদের ভার্চুয়ালি আদালতে পেশ করলে সুবিধা হয় ৷ প্রেসিডেন্সি কর্তৃপক্ষ তাদের আবেদনের স্বপক্ষে যুক্তি রাখে, পার্থ চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়ার সময় জুতো ছোড়া হয়েছিল ৷ এমনকি অর্পিতাকে কটাক্ষ করা হয়েছিল বলেও আদালতে জানায় আলিপুর মহিলা সংশোধনাগার কর্তৃপক্ষ ৷ সেই আবেদনের ভিত্তিতেই এ দিন তাঁদের 31 অগস্ট ভার্চুয়ালি আদালতে পেশের আবেদন মঞ্জুর করা হয়েছে ৷