পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফের সংঘাত, আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলায় রাজ্যপালকে আক্রমণ পার্থর - Budget Speech

রাজ্যপালের বাজেট ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই ফের রাজ্যের সঙ্গে তৈরি হল সংঘাত । ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলায় তাঁকে আক্রমণ করতে ছাড়লেন না শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

Partha Chatterjee
পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Feb 10, 2020, 2:15 AM IST

Updated : Feb 10, 2020, 7:17 AM IST

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : শুক্রবার বিধানসভা দেখেছিল এক অন্য ছবি । রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে সংঘাতের বদলে তৈরি হয়েছিল সৌজন্যের পরিবেশ । "লক্ষ্মণরেখা" অতিক্রম না করে প্রথা মেনে বাজেট ভাষণ দেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও । এরপরই দু'পক্ষের মধ্যে বরফ গলতে শুরু করেছে বলে সবাই যখন মনে করছিল, তখনই ফের তৈরি হল সংঘাতের আবহ । ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল । যার কড়া প্রতিক্রিয়া দেন পার্থ চট্টোপাধ্যায়ও ।

গতকাল মধ্যমগ্রামে একটি অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল । সেখানে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, রাজ্যের সীমান্তগুলিতে খোলাখুলি বিস্ফোরকের ব্যবসা হলে নির্বাচন কীভাবে শান্তিপূর্ণ হবে ? এবিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি দেওয়া উচিত ৷ এত নোবেলজয়ীর বাংলাকে কী করে সন্ত্রাসের আড্ডা বানানো যায় ৷ CAA, NRC নিয়ে রাজ্যে হিংসা বেড়েছে বলেও মনে করছেন তিনি ৷ বলেন, "সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে ৷ সরকারি সম্পত্তি নষ্ট করলে আখেরে দেশেরই ক্ষতি হয় ৷"

রাজ্যপালের এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দেন পার্থ চট্টোপাধ্যায় । বলেন, "রাজ‍্যপাল তো প্রতিদিন কমেন্ট্রি করছেন । আমরা তো আর কমেন্ট্রেটর নই । প্রতিদিন কিছু না কিছু বলে ভেসে থাকতে চাইছেন । উনি এমনিই রাজভবনে বসে ভালো কাজ করতে পারেন । আপনাদের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই ।"

রাজ্যপালকে আক্রমণ পার্থর

এর আগেও একাধিকবার একাধিক ইশুতে রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল । আর বাজেট অধিবেশনের শুরুতেও রাজ্যপালের বিবৃতি নিয়ে সংঘাতের আশঙ্কা তৈরি হয় । কারণ সেখানে "নিজের কথা" বলতে চান বলে জানিয়েছিলেন তিনি । যদিও সেরকম কিছুই হয়নি । প্রথা মেনে বাজেট বিবৃতি দেন । কিন্তু, তার ৪৮ ঘণ্টার মধ্যেই ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে সংঘাতে জড়ালেন তিনি ।

Last Updated : Feb 10, 2020, 7:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details