পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

উপভোক্তা বিষয়ক দপ্তরে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ - consumer affairs department

গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তর । মোট 6 জনকে নিয়োগ করা হবে ।

চাকরির খবর
চাকরির খবর

By

Published : Sep 28, 2020, 7:01 AM IST

রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । এই পদের জন্য মোট ছ'জনকে নিয়োগ করা হবে । ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে তাঁদের নিয়োগ করা হবে । চুক্তি ভিত্তিতে পার্ট টাইম কর্মী নিয়োগ করা হবে।

এই পদের জন্য প্রয়োজনীয় তথ্য :

শূন্যপদ: 6টি

যোগ্যতা :স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।

বয়স :বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে।

আবেদনের প্রক্রিয়া : 28 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবরের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে । বেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত ছুটির দিন বাদে আবেদনপত্র জমা দেওয়া যাবে । আবেদনপত্রের সঙ্গে নিজের রঙিন ছবি ও যাবতীয় প্রয়োজনীয় নথির নিজের অ্যাটেস্টেড করা কপি জমা দিতে হবে । বিস্তারিত জানতে রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে (wbconsumers.gov.in) নজর রাখুন ।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা : ক্রেতা সুরক্ষা ভবন, মির্জ়া গালিব স্ট্রিট, কলকাতা

গুরুত্বপূর্ণ তারিখ :

অনলাইনে আবেদন গ্রহণ শুরু : 28/09/2020

অনলাইনে আবেদন গ্রহণ শেষ হবে : 05/10/2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ABOUT THE AUTHOR

...view details