পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বউবাজারে আবার ভেঙে পড়ল বাড়ির একাংশ - বউবাজারে ভেঙে পড়ল বাড়ি

বউবাজারে আবার ভেঙে পড়ল ক্ষতিগ্রস্ত একটি বাড়ির একাংশ ৷ আজ সকালে 9 নম্বর স্যাঁকরা পাড়া লেনের তিনতলা ওই বাড়ির একাংশ ভেঙে পড়ে ৷

ভেঙে পড়া বাড়ির একাংশ

By

Published : Sep 4, 2019, 11:02 AM IST

Updated : Sep 4, 2019, 11:41 AM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর : বউবাজারে আবার ভেঙে পড়ল ক্ষতিগ্রস্ত একটি বাড়ির একাংশ ৷ এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ আজ সকালে 9 নম্বর স্যাঁকরা পাড়া লেনের তিনতলা ওই বাড়ির একাংশ ভেঙে পড়ে ৷

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য বউবাজার এলাকার একাধিক বাড়িতে ফাটল ধরেছে ৷ এই বাড়িটিও মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত হয় ৷ তাছাড়া পুরানো বাড়ি হওয়ায় এর একদিক অনেক আগেই হেলে পড়েছিল ৷ ওই বাড়িতে ফাটল দেখা দেওয়ার পরই আগেই সেটা খালি করে দেওয়া হয় ৷ তাই এই ঘটনার জেরে কেউ হতাহত হয়নি ৷ তবে ওই এলাকায় নতুন করে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা ৷

আরও পড়ুন : বউবাজারে আজ জিনিসপত্র উদ্ধারে নামবে পুলিশ

বউবাজার মেট্রোর কাজের জন্য ইতিমধ্যেই একাধিক বাড়ি ভেঙে পড়ায় সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ ঘটনাস্থানে আগে থেকেই মোতায়েন রয়েছে কলকাতা পুলিশের বাহিনী ও ডিজ়াস্টার ম্যানেজমেন্ট ৷ সেইসঙ্গে পৌরনিগমের কর্মীরা ঘটনাস্থানে রয়েছেন ৷ ওই এলাকার ফাটলের জেরে বাড়ি ভেঙে পড়া রুখতে আগে থেকেই ব্যবস্থা নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ গতকালই বেলা 12টা নাগাদ 13এ দুর্গা পিতুরি লেনে বাড়িটি ভেঙে পড়ে । ওই বাড়িটিতেও ফাটল ধরেছিল ৷ ওই এলাকার মাটির নিচে মেট্রোর টানেল তৈরির জেরে একের পর এক বাড়ি ভেঙে পড়ছে ৷ এখনও পর্যন্ত ওই এলাকার 52টি পরিবারকে স্থানান্তরিত করা হয়েছে ৷ আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : "কাজ নয়, এই মুহূর্তে বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে ভাবছে মেট্রোরেল"

Last Updated : Sep 4, 2019, 11:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details