পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

হাসপাতাল থেকে গায়েব আঙুলের কাটা অংশ, থানায় অভিযোগ দায়ের - Bike

দুর্ঘটনার জেরে বাঁ হাতের অনামিকার মাথার দিকের অংশটি কাটা গেছিল এক ব্যক্তির । সেই কাটা অংশটি এক বেসরকারি হাসপাতালের ইমারজেন্সিতে রাখা হয় । পরে অস্ত্রোপচারের সময় দেখা যায়, কাটা অংশটি গায়েব হয়ে গেছে ।

নীলোৎপল চক্রবর্তী

By

Published : Jul 11, 2019, 9:05 PM IST

Updated : Jul 11, 2019, 11:45 PM IST

কলকাতা, 11 জুলাই : পথ দুর্ঘটনায় বাঁ হাতের অনামিকার মাথার দিকের অংশটি কাটা গেছিল নীলোৎপল চক্রবর্তীর । তাই তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । হাসপাতাল থেকে বলা হয়, অস্ত্রোপচার প্রয়োজন । কিন্তু, অস্ত্রোপচারের দিন খুঁজে পাওয়া যায়নি কাটা আঙুলটি । ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নীলোৎপলের স্ত্রী ।

গতকাল বাইকে করে বোটানিক্যাল গার্ডেনের কাছে অফিসে যাচ্ছিলেন সাঁকরাইল থানা এলাকার বাসিন্দা নীলোৎপল । তিনি পেশায় কেমিকেল ইঞ্জিনিয়র । তাঁর স্ত্রী চয়নিকা জানান, দুর্ঘটনায় বাঁ হাতের অনামিকার মাথার দিকের অংশটি পৃথক হয়ে যায় । কাটা আঙুল নিয়ে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু, সেখানে চিকিৎসক না থাকায় আঙুলের কাটা অংশটি জোড়া লাগানো যায়নি ।

এরপর গতকাল বিকেল সাড়ে চারটে নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নীলোৎপলকে নিয়ে যাওয়া হয় । চয়নিকা বলেন, "হাসপাতালে ভরতি নেওয়া হয় । বলা হয়, বৃহস্পতিবার সকাল ন'টা নাগাদ অস্ত্রোপচার করা হবে ।" কিন্তু, এত দেরিতে অস্ত্রোপচার করলে আঙুলের কাটা অংশ জোড়া লাগানো সম্ভব হবে কি না তা নিয়ে চিন্তায় পড়েন পরিজনরা । চয়নিকার বক্তব্য, "এই বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলি । তাঁরা বলেন, আঙুলের কাটা অংশটি জোড়া লাগানোর জন্য 24 ঘণ্টার মধ্যে অস্ত্রোপচার প্রয়োজন । সেজন্য দু-একটি উদাহরণ দেওয়া হয় । তারপর আমরা আশ্বস্ত হই । সংরক্ষণের জন্য আঙুলের কাটা অংশটি ইমারজেন্সিতে জমা নেওয়া হয় ।"

এই পর্যন্ত ঠিক ছিল । কিন্তু, আজ সকালে জানা যায় আঙুলের কাটা অংশটি খুঁজে পাওয়া যাচ্ছে না‌‌ । নীলোৎপলের স্ত্রী বলেন, "আজ সকাল দশটা নাগাদ আমরা জানতে পারি আঙুলের কাটা অংশটি খুঁজে পাওয়া যাচ্ছে না ‌‌। শেষপর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ অফিশিয়ালি বেলা 12 টার পর আমাদের জানান আঙুলের কাটা অংশটি হারিয়ে গেছে ।" আঙুলের কাটা অংশ ছাড়াই অস্ত্রোপচার করা হয় ।

চয়নিকা বলেন, "এই ঘটনায় আমার স্বামী সারা জীবনের জন্য হ্যান্ডিক্যাপড হয়ে গেলেন । পুলিশে অভিযোগ জানিয়েছে ।" দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি ।

Last Updated : Jul 11, 2019, 11:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details