কলকাতা, 7 অগস্ট:জাদুঘরে চত্বরে গুলিকাণ্ডে (Park Street Shootout) গুরুতর জখম সিআইএসএফ কর্মীর অবস্থা এখন স্থিতিশীল ৷ তাঁর শরীরে বিদ্ধ গুলি বের করা সম্ভব হয়েছে ৷ ইমার্জেন্সি থেকে তাঁকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে ৷ এ কথা জানা গিয়েছে হাসপাতাল সূত্রে (Shootout at Park Street)৷
জাদুঘরে গুলিচালনার ঘটনায় মৃত্যু হয়েছে একজনের । গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সিআইএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সুবীর ঘোষ ৷ তিনি ট্রমা কেয়ারে ভর্তি আছেন । গতকাল রাতেই তাঁকে ট্রমা কেয়ারের ইমারজেন্সি বিভাগে ভর্তি করা হয় । চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল । তাঁকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে ।
হাসপাতাল সূত্রে খবর, সুবীর ঘোষের গুলি লেগেছিল ডান হাতের কব্জি ও কনুইয়ের মাঝে । তবে গুলিটি আর ভিতরে আটকে নেই । সেটি বের করা সম্ভব হয়েছে ৷ তাই অনেকটাই স্বস্তিতে চিকিৎসকরা । সুবীর ঘোষের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে 5 সদস্যের মেডিক্যাল টিম । যেখানে রয়েছে পালস্টিক সার্জেন, সার্জেন ও অর্থোপেডিক ।
আরও পড়ুন:অপারেশন 'মোজো' শেষে বাহিনীকে কুর্নিশ নগরপালের
শনিবার সন্ধে সাড়ে ছটার পর যেভাবে বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরে আগ্নেয়াস্ত্র নিয়ে কলকাতা পুলিশের স্পেশাল অ্যাকশন ফোর্সের কমান্ডোরা সিআইএসএফের ব্যারাকের ভিতর ঢুকে ওই সিআইএসএফ জওয়ানকে বাগে এনেছেন, সেটা কোনও সিনেমার থেকে কম নয় বলে মনে করছেন বাহিনীর একাংশ । পার্ক স্ট্রিটে ভারতীয় জাদুঘরের সামনে সিআইএসএফের জওয়ানের এলোপাথাড়ি গুলির ঘটনায় শনিবার রাতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় ৷ সেই সময় ঘটনাস্থলে এসে বুলেটপ্রুফ জ্যাকেট পরে সিআইএসএফ ব্যারাকের মধ্যে ঢোকেন নগরপাল বিনীত গোয়েল । তাঁর নেতৃত্বেই ওই জওয়ানকে আয়ত্তে আনেন স্পেশাল অ্যাকশন ফোর্সের কমান্ডোরা ।