কলকাতা, 7 অগস্ট: পার্ক স্ট্রিট গুলি চালনার ঘটনায় (Park Street Shootout) ঘাতক সিআইএসএফ জওয়ানকে আগামী 21 অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (Police Custody till 21st August)৷
এ দিকে, ঘাতক জওয়ান অক্ষয় কুমার মিশ্রকে (Akshay Kumar Mishra) রাতভর জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে যে, অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক তাঁকে পাঠানো হয়েছিল অমরনাথের ডিউটিতে । বেশ কয়েকজন ইন্সপেক্টরের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন তিনি । ফলে তাঁর টার্গেটে ছিলেন বেশ কয়েকজন । রেগে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়েই তিনি গুলি চালিয়েছেন ৷ এমনটাই অনুমান কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকদের ।