কলকাতা, 12 জুন : তুর্কি দেশে (Turkey) এলাহি ডেস্টিনেশন ম্য়ারেজ ! সমুদ্র সৈকতে বর-বধূর চুম্বন ৷ দেশে ফিরে বিরাট রিসেপশন ৷ নিমন্ত্রিতের তালিকায় তারকা ঝলকানি ৷ আর তিনি বলছেন কিনা পুরোটাই ভোঁ-ভাঁ ! তিনি অর্থাৎ নুসরত জাহান (Nusrat Jahan) ৷ আপাতত ট্রেন্ডিংয়ে হট ফেভরিট ৷ লোকে তাঁর সবটুকু জানতে চায় ৷ বুঝে নিতে চায়, তাঁর কোনটা আসল, কোনটা নকল ৷ আর বিজ্ঞরা বলছেন, এটাই স্বাভাবিক ৷ কেচ্ছা যদি অন্য ঘরের, অন্য জনের হয়, তবে বরাবরই উপাদেয় ৷ আপাতত আম দরবারে উপাদেয় সেই পদটাই তুলে দিয়েছেন নুসরত ৷
আরও পড়ুন :Nusrat Jahan : মা হতে চলার আনন্দেই যেন আরও মোহময়ী নুসরত !
আসলে বিয়ে করে অস্বীকার করাটা নতুন কিছু নয় ৷ আর সেলেবদের জীবনে এসব নিয়ে কানাঘুষোও নতুন কিছু নয় ৷ কিন্তু তা বলে নুসরত যেটা করেছেন, সেটা এক কথায় বেনজির ! 2019 সালের 19 জুন তুরস্কে কলকাতার শাড়ি ব্যবসায়ী নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি ৷ তাঁর ইনস্টাগ্রামজুড়ে তখন শুধুই সুখী দাম্পত্য ৷ করওয়া চৌত থেকে বিজয়ার সিঁদুরখেলা, তাতে বাদ যায়নি কিছুই ৷ অথচ নুসরতের সাম্প্রতিক যে দাবি প্রকাশ্যে এসেছে, তা সত্যি হলে মানতে হবে, বিয়ে-টিয়ে নয় ৷ পুরোটাই নাকি ছিল লিভ-ইন রিলেশন !
বিষয় হল, দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ লিভ-ইনে থাকতেই পারেন, তা নিয়ে কারও কিছু বলার নেই ৷ কিন্তু তাহলে শাস্ত্র মেনে বিয়ের অনুষ্ঠান, জমকালো রিসেপশন আর খ্যাঁটনের কী দরকার ছিল ? এসব প্রশ্নের উত্তর আপাতত অধরা ৷ নিখিলের যে বক্তব্য সংবাদমাধ্যমে প্রকাশ্যে এসেছে, তাতে এটা স্পষ্ট যে বউ থুড়ি লিভ-ইন পার্টনারের এহেন আচরণে তিনি ব্যথিত ৷ হয়তো কিছুটা হতভম্বও ৷
আরও পড়ুন :বিয়ে অবৈধ হলে কেন রিসেপশন ? কেন ছবি নেটমাধ্যমে ? প্রশ্নবাণে জর্জরিত নুসরত
এদিকে, এরই মধ্যে আগুনে ঘি ঢেলেছে নুসরতের বেবি বাম্পের ছবি ৷ শোনা যাচ্ছে, তিনি নাকি ছ’মাসের অন্তঃসত্ত্বা ৷ হিসেব কষে দেখা যাচ্ছে, মাস ছয়েক আগে নিখিলের সঙ্গে নুসরতের দূরত্ব শুরু হয়ে গিয়েছিল ৷ বদলে নুসরতের হৃদয়ে বাসা বাঁধেন নতুন মানুষ ৷ তিনি অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ৷ দুষ্টু লোকেরা বলে, সেই সময় নাকি পরের বউকে (লিভ-ইন পার্টনার) নিয়েই মরু রাজ্য়ে চুটিয়ে প্রেম করছিলেন যশ ৷ আর এখন সেই দুষ্টুরাই হিসাব কষে বলছে, নুসরতের গর্ভের সন্তানের বাবা নাকি আসলে তিনিই ৷ কারণ, নিখিল ইতিমধ্যেই এই সন্তানের পিতৃত্ব অস্বীকার করেছেন ৷
সব মিলিয়ে নুসরত জাহানকে নিয়ে আপাতত বুঁদ বাঙালি ৷ ঘরবন্দি অবস্থায় এমন মুচমুচে খবর চায়ের আসরে ঝড় তুলবে না তো কী ! হচ্ছেও সেটাই ৷ আদতে নুসরতের এই আচরণের সঙ্গে আমআদমির পরিচয় নেই বললেই চলে ৷ বস্তুত, আমাদের সমাজে সাধারণত মেয়েরাই এমন অস্বীকারের মুখে পড়ে ৷ স্বামী-ছাড়াদের সংখ্যা আজও তো নেহাত কম নয় ৷ সেক্ষেত্রে নুসরত একটা খাবি খাইয়ে দেওয়ার মতোই ব্যতিক্রম ৷ তবে এটা তাঁর সাহস না বেপরোয়া বোকামি, সেটা অন্য প্রসঙ্গ ৷
যদিও নুসরতের সঙ্গে বিতর্কের সখ্য নতুন কিছু নয় ৷ 2012 সালের পার্ক গণধর্ষণ কাণ্ডের (park street gang rape) পর তাঁর নাম সংবাদ শিরোনামে উঠে এসেছিল ৷ সেবারও কারণটা ছিল নেতিবাচক ৷ ঘটনায় মূল অভিযুক্ত কাদির খানের বিশেষ বন্ধু ছিলেন নুসরত ৷ এমনকী, ঘটনার পর কাদিরের সঙ্গে তিনি নাকি পালিয়েও বেরিয়েছিলেন ৷ পরে অবশ্য সেই চ্য়াপ্টার ক্লোজ করে জীবনে এগিয়ে যান নুসরত ৷
আরও পড়ুন :নুসরত কি তবে লোকসভায় দাঁড়িয়ে মিথ্যে বলেছিলেন ? প্রশ্ন অমিত মালব্যের
সত্যি বলতে কী, মুসলিম পরিবারের মেয়েদের আজও যেভাবে আড়ালে-আবডালে রাখা হয়, নুসরতের ক্ষেত্রে তা খাটে না ৷ তা না হলে মডেলিং বা অভিনয়ের মতো পেশায় আসতে পারতেন না তিনি ৷ বসিরহাট থেকে তৃণমূলের টিকিটে সাংসদ হওয়ার পর লোকসভায় যে নুসরতকে দেখা গিয়েছিল, তিনি ছিলেন হিন্দু ঘরের নববধূ ৷ যাঁকে কটাক্ষ করতে ছাড়েননি ইসলামের কট্টর সমর্থকরা ৷ সেই সময় মৌলবাদীদের কড়া জবাব দিয়েছিলেন নুসরত ৷ পাশে পেয়েছিলেন ভক্তদেরও ৷ কিন্তু নিখিলের সঙ্গে তাঁর আচরণ মেনে নিতে পারছেন না সেই অনুরাগীদেরই একটা বড় অংশ ৷ এখন দেখার এতে অভিনেত্রী-সাংসদের জনপ্রিয়তা কমে, নাকি বাড়ে ?