পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Park Street flyover : ভার পরীক্ষার জন্য চারদিন বন্ধ থাকছে পার্কস্ট্রিট উড়ালপুল - র্কস্ট্রিট ফ্লাইওভারের ভার পরীক্ষা করা হবে

3 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত পার্কস্ট্রিট ফ্লাইওভারে বন্ধ থাকবে যানচলাচল । ফ্লাইওভারের ভার পরীক্ষা বা ওয়েট টেস্টের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে ৷

Park Street flyover
ভার পরীক্ষার জন্য চারদিন বন্ধ থাকছে পার্কস্ট্রিট উড়ালপুল

By

Published : Nov 30, 2021, 3:50 PM IST

কলকাতা, 30 নভেম্বর : ভার পরীক্ষার জন্য চারদিন বন্ধ থাকবে পার্কস্ট্রিট ফ্লাইওভার (Park Street flyover will be closed for four days) । আগামী 3 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সম্পূর্ণ যানচলাচল ।

সম্প্রতি হুগলি রিভার ব্রিজ কমিশনের তরফ থেকে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক হয় । সেখানেই পরীক্ষার জন্য শহরের পাঁচটা ফ্লাইওভার চিহ্নিত করা হয় । সেগুলির মধ্যেই প্রথমে পার্কস্ট্রিট ফ্লাইওভারের ভার পরীক্ষা বা ওয়েট টেস্ট করা হবে (Park Street flyover load test) । 3 ডিসেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত চলবে এই পরীক্ষা ।

আরও পড়ুন : Chingrighata Traffic Disputes : চিংড়িঘাটা ট্রাফিকের দায়িত্ব পেতে পারে কলকাতা পুলিশ

কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে আজই অ্যাডভাইজারি প্রকাশ করা হয়েছে । তাতে বলা হয়েছে, 3 তারিখ রাত 10টা থেকে 6 তারিখ ভোর 6টা পর্যন্ত এই ফ্লাইওভারের লোড টেস্ট করা হবে ৷ ফলে ফ্লাইওভার দিয়ে যাতায়াত করা যাবে না । লালবাজার সূত্রের খবর, পার্কস্ট্রিট ফ্লাইওভার যেহেতু বন্ধ থাকছে ফলে ধর্মতলাগামী গাড়িগুলি জহরলাল নেহেরু রোড হয়ে যাবে । যার জন্য এই রাস্তায় গাড়ির চাপ বাড়তে পারে । ফলে অতিরিক্ত সার্জেন্ট পদমর্যাদার ট্রাফিক আধিকারিকদের জহরলাল নেহরু রোডে রাখার ব্যবস্থা করছে লালবাজার ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details