কলকাতা, 18 মে:কলকাতা ফেরার পথে হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছিলেন শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikary appeals in division bench)। পদাতিক এক্সপ্রেসে কলকাতার উদ্দেশে রওনা দিলেও শিয়ালদা স্টেশনে তাঁকে নামতে দেখা যায়নি ৷ এতেই শোরগোল পড়ে যায় ৷ পরে জানা যায়, আগেই অন্য কোনও স্টেশনে নেমে পড়েন তিনি ৷ সোজা দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে (Calcutta High Court )৷
গতকালই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে রাত আটটার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন । কিন্তু উত্তরবঙ্গে থাকার কারণে তাঁর পক্ষে গতকাল সিবিআই দফতরে হাজিরা দেওয়া সম্ভব ছিল না । তারপর সকলেই মনে করেছিলেন পরেশ অধিকারী আজ অর্থাৎ বুধবার হয়ত সিবিআই দফতরে হাজিরা দেবেন । গত রাতেই জানা যায়, তিনি কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন । পদাতিক এক্সপ্রেসে তিনি এবং তাঁর মেয়ে কলকাতার উদ্দেশে রওনা হলেও এ দিন সকালে শিয়ালদা স্টেশনে তাঁরা নামেননি । সংবাদ মাধ্যম তাঁর জন্য অপেক্ষা করলেও তিনি অন্য কোনও স্টেশনে নেমে সেখান থেকে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ।