পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Paresh Adhikary appeals in division bench: কলকাতায় আসার পথে হঠাৎ উধাও পরেশ সটান ডিভিশন বেঞ্চের দ্বারে - পরেশ অধিকারী

সিবিআই দফতরে হাজিরা না দিয়ে হাইকোর্টের (Calcutta High Court ) রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikary appeals in division bench)৷

paresh-chandra-adhikary-appeals-in-division-bench-at-calcutta-high-court
থাম্বনেইল

By

Published : May 18, 2022, 2:18 PM IST

Updated : May 18, 2022, 2:23 PM IST

কলকাতা, 18 মে:কলকাতা ফেরার পথে হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছিলেন শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikary appeals in division bench)। পদাতিক এক্সপ্রেসে কলকাতার উদ্দেশে রওনা দিলেও শিয়ালদা স্টেশনে তাঁকে নামতে দেখা যায়নি ৷ এতেই শোরগোল পড়ে যায় ৷ পরে জানা যায়, আগেই অন্য কোনও স্টেশনে নেমে পড়েন তিনি ৷ সোজা দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে (Calcutta High Court )৷

গতকালই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে রাত আটটার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন । কিন্তু উত্তরবঙ্গে থাকার কারণে তাঁর পক্ষে গতকাল সিবিআই দফতরে হাজিরা দেওয়া সম্ভব ছিল না । তারপর সকলেই মনে করেছিলেন পরেশ অধিকারী আজ অর্থাৎ বুধবার হয়ত সিবিআই দফতরে হাজিরা দেবেন । গত রাতেই জানা যায়, তিনি কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন । পদাতিক এক্সপ্রেসে তিনি এবং তাঁর মেয়ে কলকাতার উদ্দেশে রওনা হলেও এ দিন সকালে শিয়ালদা স্টেশনে তাঁরা নামেননি । সংবাদ মাধ্যম তাঁর জন্য অপেক্ষা করলেও তিনি অন্য কোনও স্টেশনে নেমে সেখান থেকে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ।

আরও পড়ুন:Paresh Adhikary Reaction : হাইকোর্টের নির্দেশ সম্পর্কে তিনি কিছুই জানেন না, দাবি পরেশ অধিকারীর

সূত্রের খবর, শিয়ালদা আসার অনেক আগেই ট্রেন থেকে নেমে গিয়েছিলেন মন্ত্রী । সে ক্ষেত্রে সড়কপথে কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি । তখনই মনে করা হয়েছিল সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে পারেন পরেশ অধিকারী । পরে জানা যায়, তিনি বিচারপতি হরিশচন্দ্রের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য আবেদন জানিয়েছেন । সেইমতো এ দিন দুপুরের পরে এই মামলায় শুনানি হওয়ার সম্ভাবনা ।

উল্লেখ্য, ফরওয়ার্ড ব্লক ছেড়ে তিনি 2018 সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন । অভিযোগ, বাম জমানার খাদ্যমন্ত্রী শাসকদলে যোগ দেওয়ার পরই মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম উঠে যায় এসএসসি নিয়োগের মেধাতালিকায় । এই অনিয়ম নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ।

Last Updated : May 18, 2022, 2:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details