কলকাতা, 17 জুন : আদালতের নির্দেশে প্রথম কিস্তিতে 7 লক্ষ 96 হাজার 422 টাকা হাইকোর্টে ফেরত দিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী (Paresh Adhikary Daughter Ankita Returns Rs 8 Lakh as first Installment) । গত 20 মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Ganguly) এক নির্দেশে মন্ত্রী-কন্যাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন । একই সঙ্গে 30 জুন ও 30 জুলাই দুই কিস্তিতে মোট 41 মাসের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ।
প্রাক্তন বামপন্থী নেতা পরেশ অধিকারী দলবদল করে তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদানের পরই 31 অগস্ট 2018 অঙ্কিতার নাম রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের জন্য সুপারিশ করেছিল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) । সেই অনুযায়ী নিজের বাড়ি মাত্র 1 কিলোমিটারের মধ্যে ইন্দিরা গার্লস হাইস্কুলে অঙ্কিতা অধিকারীকে নিয়োগ করা হয় ।