কলকাতা, 7 জুন : পরেশ অধিকারীর সঙ্গে কি এ বার দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস ? আর সেই কারণেই কি তিনি ডাক পেলেন না মুখ্যমন্ত্রীর সভায় ? শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মুখ্যমন্ত্রীর সভায় না ডাকা নিয়ে এমনই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে (Paresh Adhikari Is Not Invited to CM Meeting in Alipurduar) ৷ এসএসি দুর্নীতিতে সিবিআই ও আদালতের দৃষ্টি সর্বদা তাঁর উপরে থাকার কারণেই কি পরেশ অধিকারীর থেকে দূরত্ব রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী ?
মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার তৃণমূলের কর্মীদের নিয়ে সভা করছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভাকে ঘিরে গত কয়েকদিন ধরেই চলছে সাজো-সাজো রব ৷ সোমবার বিকেলেই জেলায় পৌঁছে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো ৷ সকাল থেকেই সভায় ভিড় জমাতে শুরু করেছে নেতা-কর্মীরা। কিন্তু সেই সভা থেকে অনেক দূরেই থাকছেন মন্ত্রী পরেশ অধিকারী ৷ শোনা যাচ্ছে এই দিনের সভায় আমন্ত্রণ করা হয়নি তাঁকে ৷ আর এর থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে পড়ার কারণে শিক্ষা প্রিতমন্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি করতে চাইছেন দলনেত্রী !