পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অতিরিক্ত ফি বৃদ্ধির প্রতিবাদে সাউথ পয়েন্টে-এ অভিভাবকদের বিক্ষোভ - অভিভাবকদের বিক্ষোভ

২০ থেকে ২৫ শতাংশ হারে ফি বৃদ্ধি সব শ্রেণির পড়ুয়াদের জন্যে ৷ স্কুলের দাবি, সরকারি কর্মীদের নয়া বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষকদের বেতন দেওয়ার জন্য়ই বাধ্য হয়ে এই হারে ফি বাড়ানো হয়েছে ৷

Parents protest in south point
সাউথ পয়েন্ট স্কুল

By

Published : Jan 31, 2020, 11:38 PM IST

কলকাতা, ৩১ জানুয়ারি : অতিরিক্ত ফি বৃদ্ধির প্রতিবাদে সাউথ পয়েন্ট স্কুলে বিক্ষোভ অভিভাবকদের ৷ অভিযোগ, ২০ থেকে ২৫ শতাংশ ফি বৃদ্ধি করা হয়েছে সব শ্রেণিতে ৷ স্কুল কর্তৃপক্ষের দাবি, সরকারি কর্মীদের নয়া বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষকদের বেতন বাড়াতে হচ্ছে ৷ বাড়তি টাকা দেওয়ার জন্য় পড়ুয়াদের ফি বাড়ানো ছাড়া পথ নেই, সাফাই স্কুল কর্তৃপক্ষের ৷ এই ফি বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল ১০ টা নাগাদ স্কুলের সামনে অবস্থান-বিক্ষোভে বসেন অভিভাবকরা ।

একজন অভিভাবিকা পূজা সামন্ত বলেন, "স্কুল ফি বৃদ্ধির যে কারণ দেখানো হচ্ছে তা মানা যায় না ৷ শিক্ষকদের বেতন স্কুল ম্যানেজমেন্ট দেবে। স্কুলে ভরতির সময় লেখা ছিল না, যে অভিভাবকদের সেই দায় নিতে হবে।" আর একজনের দাবি, "আমরা ভালো সুযোগ-সুবিধার জন্য সন্তানকে এই স্কুলে দিয়েছি। অথচ টয়লেট পরিষ্কার থাকে না, একটা ক্লাসে ৬৫ জন করে পড়ুয়া, এসি নেই ।" পূজা বলেন, "এই যে বিশাল পরিমাণ ফি, মধ্যবিত্ত পরিবার তা দিতে পারবে না। আমরা এই বর্ধিত ফি কাঠামো মানব না।"


এদিন সকাল ১০ টা থেকে একডালিয়া মোড়ে জমায়েত শুরু করেন সাউথ পয়েন্ট স্কুলের পড়ুয়াদের বাবা-মায়েরা । স্কুলের সামনের রাস্তায় অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। কয়েক ঘন্টা বিক্ষোভ চলার পর প্রিন্সিপাল ডিকে চাড্ডার সঙ্গে দাবি দাওয়া নিয়ে আলোচনায় বসেন তাঁরা। প্রিন্সিপাল সদর্থক আশ্বাস দিলে দুপুর ১ টা নাগাদ বিক্ষোভ উঠে যায়।

প্রিন্সিপালের সঙ্গে আলোচনার পর পূজা সামন্ত বলেন, "প্রিন্সিপালকে জানিয়েছি, এই ফি বৃদ্ধি মানছি না। প্রিন্সিপাল সাত দিন সময় চেয়েছেন ৷ তার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে কথা দিয়েছেন ৷ " তবে সাত দিনের মধ্যে কোনও ব্যবস্থা নেওয়া না হলে, ফের আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details