কলকাতা, 23 অগস্ট: কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) সম্প্রতি কর্পোরেট সহযোগিতায় মডেল স্কুল চালু করেছে । এবার বেসরকারি স্কুলের ধাঁচে শুরু হল অভিভাবক ও শিক্ষক বৈঠক (parent teacher meeting to be held in KMCP School) । পৌরনিগমের ইতিহাসে যা নজিরবিহীন ঘটনা ।
কলকাতা পৌরনিগম ধাপে ধাপে বদল আনছে পুরনো শিক্ষা পদ্ধতির । ইংরেজি মাধ্যম স্কুল চালু করা থেকে মডেল স্কুল ও স্মার্ট ক্লাস রুমের পরে অভিভাবক ও শিক্ষক বৈঠক । আধুনিক শিক্ষা ব্যবস্থায় অভিভাবক, শিক্ষিকদের মধ্যে একটা কথোপকথন দরকার ছাত্রছাত্রীদের প্রসঙ্গে । যখনই অভিভাবক শিক্ষক বৈঠক হবে তখন অভিভাবকরা জানতে পারবেন তার সন্তান স্কুলে কী করছে, ব্যবহার কেমন, সকলের সঙ্গে মিশছে কি না ৷ এই সমস্ত খবর শিক্ষক শিক্ষিকার মাধ্যমে অভিভাবকরা জানতে পারবেন । একইভাবে অভিভাবক তাঁর সন্তান সম্পর্কে কোনও তথ্য দিতে চাইলে সরাসরি শিক্ষকদের জানাতে পারবেন ।