কলকাতা, 27 জানুয়ারি: টানা 40 দিন অবস্থানের পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসার ডাক পেয়েছিলেন রাজ্যের পার্শ্বশিক্ষকরা । কিন্তু আজ বিধানসভায় শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রায় আধ ঘণ্টা আলোচনার পরও মিলল না সমাধানসূত্র । তাই আলোচনা শেষে আবারও সল্টলেকের অবস্থান মঞ্চে ফিরে গেলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার পার্শ্বশিক্ষক।
গত বছর 18 ডিসেম্বর থেকে বেতন কাঠামো ও চাকরিতে স্থায়ীকরণের দাবিতে সল্টলেকের বিকাশ ভবনের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছেন পার্শ্বশিক্ষকরা । কয়েকদিন আগেই তাঁরা সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, রাজ্য সরকারকে 26 জানুয়ারি পর্যন্ত সময় দিচ্ছেন তাঁরা । এর মধ্যে তাঁদের সঙ্গে আলোচনায় না বসলে 27 জানুয়ারি বিধানসভা অভিযান করা হবে । 26 জানুয়ারি পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বে চলা অবস্থান-বিক্ষোভের 40তম দিনেই শিক্ষামন্ত্রীর কাছ থেকে ফোন পান তাঁরা । ফোনে তাঁদের জানানো হয়, 27 জানুয়ারি বিধানসভায় দুপুর দেড়টায় তাঁদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন তিনি ।
27 জানুয়ারি পূর্বঘোষণা মতো ধর্মতলায় কলকাতা পৌরনিগমের পাশে জমায়েত করেন পার্শ্বশিক্ষকরা । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েতও বাড়তে থাকে। প্রায় 20-25 হাজার পার্শ্বশিক্ষক-শিক্ষিকা এদিন জমায়েতে অংশ নেন ৷ একদিকে জমায়েত করে চলতে থাকে বিক্ষোভ আর অন্যদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে সঙ্গে আলোচনার জন্য বিধানসভায় যান পাঁচজন সদস্যের প্রতিনিধি দল। কিন্তু প্রায় আধ ঘণ্টা আলোচনার পরও এদিন কোনও সমাধানসূত্র বের হয়নি বলে জানা গেছে।
পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, "আমাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ প্রায় 25 হাজার পার্শ্বশিক্ষক কলকাতা পৌরনিগমের পাশে জমায়েত করি । সেখান থেকে পাঁচ সদস্যের প্রতিনিধিদল বিধানসভায় যাই শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে। ওনার সঙ্গে প্রায় আমাদের আধ ঘণ্টা কথা হয়। উনি বলছিলেন, আমাদের ধাপে ধাপে স্থায়ীকরণ করা হবে। সেখানে আমরা বলি 10 বছরে উনি ধাপে ধাপে 700 জন পার্শ্বশিক্ষককে স্থায়ী করতে পেরেছেন। তাহলে আর কতদিনে বাকি 48,500 জন পার্শ্বশিক্ষকে স্থায়ীকরণ করবেন ? আর কত বছর সময় দিতে হবে? তা ছাড়া 2019 সালে 32 দিনের আন্দোলন প্রত্যাহার করেছিলাম ওঁর কথায় ৷ শিক্ষামন্ত্রী বলেছিলেন দেড় থেকে 2 মাসের মধ্যে আমাদের দাবি পূরণ করবেন। সে বিষয়ে ওনার কাছে জানতে চাওয়া হলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। উনি শুধু বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। একটা ফাইল অর্থ দপ্তরে এখনও রয়েছে। তাতে রয়েছে 3 শতাংশ করে বার্ষিক ইনক্রিমেন্ট ও 3 লাখ টাকার গ্র্যাচুইটি।"
শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনাতেও মিলল না সমাধানসূত্র, বিক্ষোভ জারি পার্শ্বশিক্ষকদের - পার্থ চট্টোপাধ্যায়
18 ডিসেম্বর থেকে বেতন কাঠামো ও চাকরিতে স্থায়ীকরণের দাবিতে সল্টলেকের বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন পার্শ্বশিক্ষকরা। কয়েকদিন আগেই তাঁরা সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, রাজ্য সরকারকে 26 জানুয়ারি পর্যন্ত সময় দিচ্ছেন তাঁরা। এর মধ্যে তাঁদের সঙ্গে আলোচনায় না বসলে 27 জানুয়ারি বিধানসভা অভিযান করা হবে ।
আরও পড়ুন : 24তম দিনে পার্শ্ব শিক্ষকদের অবস্থান; লড়াই আরও দীর্ঘ হবে, বলছেন আন্দোলনকারীরা
ভগীরথ ঘোষ বলেন, তাঁরা শিক্ষামন্ত্রীকে জানিয়ে এসেছেন যে তাঁর সঙ্গে আলোচনায় পার্শ্বশিক্ষকরা সন্তুষ্ট নন। তাই তাঁদের অবস্থান কর্মসূচি চলবে। বলেন, "আমাদের দাবি না মানতে পেরে আজ শিক্ষামন্ত্রী নিজের চেয়ার ছেড়ে চলে যান । আমরা আলোচনা শেষে আবার বিকাশ ভবনের কাছে যেখানে আজ আমাদের আন্দোলনের 41 দিন পূর্ণ হল সেখানে ফিরে আসি । আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব। উনি চেয়েছিলেন, আমাদের মাথায় হাত বুলিয়ে আমাদের আন্দোলনটাকে তুলে দিতে। আমরা সেই চক্রান্ত ভেঙে দিয়েছি। প্রয়োজনে ভোট পর্যন্ত ও ভোটের পরও এই আন্দোলন চালিয়ে যাব। আমরা আমাদের মঞ্চ ছাড়ব না। নতুন সরকার ক্ষমতায় এলে তাঁদের কাছ থেকেই দাবি আদায় করব।"