পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মৌলালিতে রাস্তায় শুয়ে অবরোধ পার্শ্বশিক্ষকদের - পার্শ্বশিক্ষক

প্রায় 20 মিনিট অবরুদ্ধ থাকে এজেসি বোস রোড। অবশেষে দুপুর 1টা 35 নাগাদ নিজে থেকেই অবরোধ তুলে নেন পার্শ্বশিক্ষকরা। 1টা 45 নাগাদ এদিনের মতো কর্মসূচি শেষ করে ফের সল্টলেকে অবস্থান মঞ্চে ফিরে যান বিক্ষোভকারী পার্শ্বশিক্ষকরা।

para teachers road blockade at moulali
মৌলালিতে রাস্তায় শুয়ে অবরোধ পার্শ্বশিক্ষকদের

By

Published : Jan 5, 2021, 6:33 PM IST

কলকাতা, 5 জানুয়ারি : এর আগে কলেজ স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন রাজ্যের পার্শ্বশিক্ষকরা। আজ মৌলালিতে রাস্তার উপর শুয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন তাঁরা। এদিন প্রায় 20 মিনিট ধরে চলে সেই অবরোধ।

এদিন মৌলালিতে মানববন্ধনের ডাক দিয়েছিল সল্টলেকে 18 ডিসেম্বর থেকে অবস্থানে বসে থাকা পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ। আজ তাঁদের অবস্থানের 19 তম দিন। হাইকোর্টের অনুমতি নিয়ে চলা সেই অবস্থানের পাশাপাশি মাঝেমাঝেই রাজ্যবাসীর কাছে নিজেদের দাবি তুলে ধরতে কলকাতার বিভিন্ন জায়গায় মানববন্ধন করার পরিকল্পনা নিয়েছিলেন পার্শ্বশিক্ষকরা। সেই পরিকল্পনা অনুযায়ী, প্রথমে উল্টোডাঙ্গার হাডকো মোড়ে মানববন্ধন কর্মসূচি করেছিলেন তাঁরা। তারপরে কয়েকদিন আগে কলেজ স্ট্রিটে মানববন্ধন কর্মসূচি করতে গিয়ে শেষ পর্যন্ত পথ অবরোধ করেছিলেন পার্শ্বশিক্ষকরা।

আজ আবার কলকাতার রাস্তায় মানববন্ধনের ডাক দেয় পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চ। এদিন সেই ডাকেই সাড়া দিয়ে মৌলালিতে হাজারের কাছাকাছি পার্শ্বশিক্ষক জমায়েত করেন। বেলা 12টা নাগাদ মৌলালিতে এজেসি বোস রোডে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। চলে স্লোগানিং। কিন্তু বেলা বাড়তেই বদলে যায় কর্মসূচির চরিত্র। দুপুর 1টা 15 নাগাদ হঠাৎ রাস্তায় শুয়ে পড়েন জমায়েতকারী পার্শ্বশিক্ষকরা।

আরও পড়ুন:লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড সংগ্রহ মুখ্যমন্ত্রীর

প্রায় 20 মিনিট অবরুদ্ধ থাকে এজেসি বোস রোড। অবশেষে দুপুর 1টা 35 নাগাদ নিজে থেকেই অবরোধ তুলে নেন পার্শ্বশিক্ষকরা। 1টা 45 নাগাদ এদিনের মতো কর্মসূচি শেষ করে ফের সল্টলেকে অবস্থান মঞ্চে ফিরে যান বিক্ষোভকারী পার্শ্বশিক্ষকরা।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details