পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"আর পারছি না, আপনি আসুন", মুখ‍্যমন্ত্রীকে আবেদন অনশনরত পার্শ্বশিক্ষকদের

বেতন ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করার দাবিতে পার্শ্বশিক্ষকদের আন্দোলন চলছে । আজ তাঁদের অবস্থান 17 দিনে ও অনশন 13 দিনে পড়ল । প্রায় প্রতিদিনই অনশনকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে চার-পাঁচজন করে অসুস্থ হয়ে পড়ছেন । তবু চলছে লড়াই ।

Para teachers hunger strike
মুখ‍্যমন্ত্রীকে আবেদন অনশনরত পার্শ্বশিক্ষকদের

By

Published : Nov 27, 2019, 8:28 PM IST

কলকাতা, 27 নভেম্বর : বেতন ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করার দাবিতে পার্শ্বশিক্ষকদের আন্দোলন চলছে । আজ তাঁদের অবস্থান 17 দিনে ও অনশন 13 দিনে পড়ল । প্রায় প্রতিদিনই অনশনকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে চার-পাঁচজন করে অসুস্থ হয়ে পড়ছেন । টানা অনশন করে আসা 37 জন শিক্ষক-শিক্ষিকার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে । বিছানা ছেড়ে প্রায় উঠতেই পারছেন না কেউ কেউ । তবু চলছে লড়াই । তবে, তাঁরা আর পারছেন না । তাই মুখ‍্যমন্ত্রীকে তাঁদের অনশন মঞ্চে আসার আবেদন জানালেন অনশনকারীরা ।

কি বলছেন অনশনরত পার্শ্বশিক্ষকরা ? দেখুন ভিডিয়ো...
অনশনকারীদের মধ্যে পশ্চিম মেদিনীপুর থেকে আসা পার্শ্বশিক্ষিকা নেহা মণ্ডল বললেন, "বারবার চিঠি দিয়েও কোনও সদুত্তর পাইনি । আমাদের নেতারা আলোচনায় বসতে রাজি । আমরা, অনশনকারীরাও আলোচনায় যেতে রাজি । মুখ‍্যমন্ত্রীকে বলব, আমাদের অবস্থা খুবই করুণ । আপনি এই সমস্যার সমাধান করুন ।" একদিকে সেন্ট্রাল পার্কের মেলামাঠের বাইরে পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চ, অপরদিকে মেলামাঠের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে 'আহারে বাংলা' । যা নিয়ে সমালোচনাও হয়েছে প্রচুর । অনশনকারীদের অভিযোগ, 'আহারে বাংলা'-র উচ্ছিষ্ট খাবার অনশন মঞ্চের পাশেই ফেলা হয়েছে, যা থেকে দুর্গন্ধ ছড়িয়ে আরও অসুবিধায় পড়েছেন অনশনকারীরা । সব মিলিয়ে বঞ্চনা থেকে মুক্তি পেতে ও সমস্যার সমাধানে আসতে মুখ‍্যমন্ত্রীর কাছে কাতর আর্জি জানিয়েছেন অনশনরত পার্শ্বশিক্ষকরা ৷

ABOUT THE AUTHOR

...view details