কলকাতা, ২০ নভেম্বর : পঞ্চসায়রে গণধর্ষণের অভিযোগের প্রমাণ মিলল। তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল ধৃত ট্যাক্সিচালক উত্তম রাম । অবশেষে ঘটনায় ধৃত উত্তমকে জেরা করে খোঁজ পাওয়া গেল এক নাবালকের। 17 বছরের এক নাবালককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরেন্দ্রপুরের কাটিপোতা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। পুলিশের দাবি, উত্তম যা বলেছে তাতে ধর্ষণের বিষয়টি স্পষ্ট হচ্ছে ৷ ফলে পঞ্চসায়রে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া ধন্দ কেটে গেল অনেকটাই ।
তদন্তকারী অফিসার জানাচ্ছেন, উত্তম অপরাধের মানসিকতাতেই ছিল । সে কারণে নরেন্দ্রপুরের যেখানে এই ঘটনা ঘটেছে, সেখানকার CCTV এড়িয়ে যেতে চেয়েছে সে । ফের তদন্তকারীরা ঘটনার পুনর্নির্মাণ করতে তাকে নিয়ে যায় ঘটনাস্থানে । সে যে রাস্তা দিয়ে নির্যাতিতাকে নিয়ে গেছিল তার স্পষ্ট বর্ণনা দেয় ।
মঙ্গলবার গোপন নির্যাতিতার জবানবন্দি নেয়নি আলিপুর আদালত । নিয়মের জটিলতায় আটকে গেছে । আদালতের নির্দেশ বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে নেওয়া হবে তাঁর গোপন জবানবন্দি । এ প্রসঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানিয়েছেন, "আমরা এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছি ।"