কলকাতা, 18 মার্চ :জেলের জল সহ্য হচ্ছে না কোকেন কাণ্ডে ধৃত পামেলা গোস্বামীর ৷ বৃহস্পতিবার নিজেই একথা জানিয়েছেন বিজেপির যুব মোর্চার এই নেত্রী ৷ এদিন আলিপুর আদালতে তাঁকে পেশ করা হয় ৷ আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে এই মন্তব্য করেন তিনি ৷ আবারও দাবি করেন, চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তাঁকে ৷ বিজেপি নেতা রাকেশ সিং এবং নিউ আলিপুর থানার ওসি তাঁকে ফাঁসিয়েছেন বলে দাবি পামেলার ৷ এমনকী এদিন পামেলা বলেন, কেউ তাঁকে দোষী প্রমাণ করতে পারলে তিনি স্বেচ্ছামৃত্যু বরণ করে নেবেন ৷
পামেলার গোস্বামীর অভিযোগ, মোটা টাকার বিনিময়ে নিউ আলিপুর থানার ওসি তাঁকে ফাঁসাচ্ছেন ৷ তাঁর অসুস্থতার প্রসঙ্গে জানতে চাওয়া হলে পামেলা বলেন, আলিপুর সংশোধনাগারে যে জল তাঁদের খেতে দেওয়া হচ্ছে, সম্ভবত তা খেয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি ৷ আক্রান্ত হন ডায়ারিয়ায় ৷ এদিন পামেলাকে 31 মার্চ পর্যন্ত ফের একবার বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আলিপুর আদালতের বিচারক ৷
এই সংক্রান্ত খবর : মাদককাণ্ডে গ্রেফতার রাকেশ সিংয়ের সহকারী সুইটি