পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অন্য চোখে দেখত রাকেশ, রাজি না হওয়ায় ফাঁসিয়েছে; বিস্ফোরক পামেলা - পামেলা গোস্বামী

পামেলার দাবি, কৈলাস বিজয়বর্গীয়, অনুপম হাজরা, সৌমিত্র খাঁ-রা নন, তাঁর অভিযোগ শুধু রাকেশ সিংয়ের প্রতি ৷ রাকেশই তাঁকে ফাঁসিয়েছে ৷ যেহেতু সে রাকেশের প্রস্তাবে রাজি হয়নি ৷

pamela-goswami-alleged-that-rakesh-singh-had-physically-abused-her
pamela-goswami-alleged-that-rakesh-singh-had-physically-abused-her

By

Published : Feb 25, 2021, 7:58 PM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি: রাকেশ সিং তাঁকে মারধর করত ৷ অ্যাসিড মারার হুমকিও দেয় ৷ এমনকী শারীরিক নির্যাতন করে ৷ মাদক কাণ্ডে বিস্ফোরক দাবি করলেন পামেলা গোস্বামী ৷ কিন্তু কেন ? পামেলার কথায়, অন্য চোখে দেখতে শুরু করেছিল রাকেশ ৷ রাজি না হওয়ায় ফাঁসিয়েছে তাঁকে ৷

বৃহস্পতিবার আলিপুর জজ কোর্টে সাংবাদিকদের সামনে বিজেপি নেত্রী পামেলা গোস্বামী বলেন, "রাকেশ আমাকে দিনের পর দিন মারধর করত । অ্যাসিড মারার হুমকি দিত । শারীরিক নির্যাতন করত ৷" পামেলার অভিযোগ, প্রথম থেকেই পামেলার প্রতি রাকেশের খারাপ নজর ছিল । পামেলা বলেন, "আমায় ফাঁসিয়েছে ও । আমি বিচারকের কাছ থেকে আরও পুলিশ রিমান্ডের দাবি জানাব । এই মাদককাণ্ডে আরও যারা জড়িত আমি প্রত্যেকের নাম বলব । পুলিশ তদন্ত করে সব বের করবে ৷ "

আদালত চত্বরে বিস্ফোরক পামেলা...

আরও পড়ুন : পামেলা কাণ্ডে নগরপালকে চিঠি রাকেশ সিংয়ের

এদিন সাংবাদিকদের কাছে পামেলা দাবি করেন, কৈলাস বিজয়বর্গীয়, অনুপম হাজরা, সৌমিত্র খাঁ-রা নন, তাঁর অভিযোগ কেবলমাত্র রাকেশ সিংয়ের প্রতিই ৷ রাকেশই তাঁকে ফাঁসিয়েছে ৷ যেহেতু সে রাকেশের প্রস্তাবে রাজি হয়নি ৷

সম্প্রতি কোকেন-সহ বিজেপি নেত্রী পামেলা গোস্বামী ও তাঁর এক সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ ৷ এরপর পামেলার বয়ানের উপর ভিত্তি করে বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেপ্তার করা হয় ৷ পামেলার দাবি ছিল, কোকেন পাচারে তাঁকে ফাঁসিয়েছেন কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ ৷ এরপর গ্রেপ্তারি এড়াতে রাকেশ পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি ৷

ABOUT THE AUTHOR

...view details