পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Pak Spy Kolkata Connection : পঞ্জাবে ধৃত পাক গুপ্তচরের কলকাতা-যোগে উদ্বিগ্ন লালবাজার - Pak Spy Kolkata Connection

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে জাফর রিয়াজ নামে একজনকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ ৷ জাফর কলকাতাতেও গা ঢাকা দিয়ে ছিল বলে খবর (Pakistani spy arrested in Punjab hid in Kolkata) ৷ বিষয়টি খতিয়ে দেখছে লালবাজার ৷

pakistani-spy-arrested-in-punjab-hid-in-kolkata
Pak Spy Kolkata Connection : পঞ্জাবে ধৃত পাক গুপ্তচরের কলকাতা যোগে উদ্বিগ্ন লালবাজার

By

Published : May 19, 2022, 9:33 PM IST

কলকাতা, 19 মে : পাকিস্তানের গুপ্তচর গা ঢাকা দিয়েছিল কলকাতায় (Pakistani spy arrested in Punjab hid in Kolkata) ৷ এমনই চাঞ্চল্যকর তথ্য কলকাতা পুলিশের হাতে এসে পৌঁছেছে ৷ ফলে এই নিয়ে রীতিমতো উদ্বিগ্ন লালবাজার ৷ তারা ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য জানার কাজ শুরু করেছে ৷ কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে খবর, আরও কেউ এই শহরে আত্মগোপন করে রয়েছে কি না, সেটাই জানার চেষ্টা করা হচ্ছে ৷

জানা গিয়েছে যে পাকিস্তানের গুপ্তচর সন্দেহে ইতিমধ্যেই জাফর রিয়াজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগ । মূলত, ভারতের খবরাখবর পাকিস্তানে পাচার করত বলে সন্দেহ গোয়েন্দাদের । সেই নিয়ে তাঁকে জেরা করে কিছু তথ্যও পেয়েছেন তদন্তকারীরা ৷ সেখান থেকেই তাঁরা জানতে পেরেছেন যে কলকাতাতেও ছিল জাফর রিয়াজ ৷

Pak Spy Kolkata Connection : পঞ্জাবে ধৃত পাক গুপ্তচরের কলকাতা যোগে উদ্বিগ্ন লালবাজার

লালবাজার সূত্রের খবর, বেনিয়াপুকুর থানা এলাকায় আত্মগোপন করেছিল এই পাকিস্তানের গুপ্তচর (Pakistani Spy) । এর পরেই সে একজন পাকিস্তানি মহিলাকে বিয়ে করেন ৷ একাধিকবার লাহোরে গিয়েছেন জাফর ৷ কিন্তু সঠিক কতদিন সে কলকাতায় ছিল, তা এখনও স্পষ্ট নয় । আপাতত জানা গিয়েছে, বেনিয়াপুকুর থানা এলাকায় একটি বাড়িতে ভাড়া নিয়ে নাম ভাঁড়িয়ে বেশ কিছুদিন ছিল জাফর ৷

কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল স্পেশাল টাস্ক ফোর্স ভি সলমন নেশাকুমার বলেন, ‘‘পঞ্জাব পুলিশের তরফে এখনও আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি । কিন্তু আইএসআই গুপ্তচর সন্দেহে একজন ব্যক্তিকে পঞ্জাব পুলিশ গ্রেফতার করেছে এবং তার সঙ্গে কলকাতা শহরের যোগ রয়েছে ৷ সেই খবর ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছেছে । প্রয়োজনে আমরা পঞ্জাব পুলিশের সঙ্গে কথা বলব ৷’’ তিনি জানান, প্রয়োজন পড়লে ধৃত ওই গুপ্তচরকে জেরা করতে পারে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স ।

আরও পড়ুন :ভারতীয় সেনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের চেষ্টা, রাজস্থানে গ্রেপ্তার পাকিস্তানি গুপ্তচর

ABOUT THE AUTHOR

...view details