কলকাতা, 25 জুন : আরও কাছাকাছি এল দুই বাংলা । এবার স্থলপথে বাংলাদেশ পৌঁছতে লাগবে মোটে চার ঘণ্টা । শনিবার উদ্বোধন হল পদ্মা সেতুর (Padma Bridge)৷ পদ্মা নদীতে এই সেতুর উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh PM Sheikh Hasina)৷
পদ্মা সেতুর (পদ্মা মাল্টিপারপাস রোড রেল ব্রিজ) উদ্বোধনের সাক্ষী থাকল কলকাতাও ৷ ওপার বাংলার সেতুর উদ্বোধনকে ঘিরে এপার বাংলায়তেও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো । এদিন এই উদ্বোধনী অনুষ্ঠান শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় ডিজিটাল ডিসপ্লে বোর্ডে দেখানোর কথা ছিল । সেই মতোই কলকাতার রাজপথে হল পদ্মা সেতু উদ্বোধনের সরাসরি সম্প্রচার ৷ পার্ক সার্কাসের বাংলাদেশ দূতাবাসের নিকটেই সেভেন পয়েন্ট মোড়ে বারেবারে দেখানো হয়েছে শেখ হাসিনার ছবি-সহ বিজ্ঞাপন (Bangladesh Padma Bridge)।
এছাড়াও কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ রাস্তায় বড় সাইন বোর্ডে লেখা হয়েছে, 'বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বাংলাদেশের মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে পদ্মা সেতু' । বাংলাদেশ দূতাবাসের অনুরোধে এবং কলকাতা পুলিশ, পৌরনিগমের সহায়তায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিসপ্লে বোর্ডে দেখানো হয়েছে অনুষ্ঠানের লাইভ সম্প্রচার । পাশাপাশি বাংলাদেশের দূতাবাসেও আজ সারাদিন চলছে বিভিন্ন অনুষ্ঠান, চলবে প্রদর্শনীও । এখানেও হয়েছে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার (Padma Bridge inauguration live broadcast in Kolkata roads)।