পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পরিবহন দপ্তরের উদ্যোগে বইমেলার জন্য প্যাকেজ ট্যুর - শুভেন্দু অধিকারী

এ বছর বইমেলা উপলক্ষে পরিবহন দপ্তরের তরফে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ৷ বিভিন্ন জায়গা থেকে বইমেলা পর্যন্ত প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করা হচ্ছে ।

Package tour for Kolkata Book Fair
শুভেন্দু অধিকারী

By

Published : Jan 23, 2020, 4:12 AM IST

কলকাতা, 23 জানুয়ারি : 29 জানুয়ারি থেকে বিধাননগরের সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গনে শুরু হচ্ছে 44 তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2020 ৷ চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত ৷ আর এই বইমেলা উপলক্ষে এ বছর পরিবহন দপ্তরের তরফে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ৷ বিভিন্ন জায়গা থেকে বইমেলা পর্যন্ত প্যাকেজ ট্যুরের ব্যবস্থা করা হচ্ছে । বাসে চেপে বইমেলা যাওয়া থেকে শুরু করে, সারাদিন বইমেলা ঘুরে দেখা, খাওয়াদাওয়া এবং বাসেই ফেরা পুরোটাই থাকছে প্যাকেজের মধ্যে ৷

প্রতিবছরের মতো এ বছরও পরিবহন দপ্তর বইপ্রেমীদের সুবিধার জন্য বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছে । বই মেলার জন্য দেওয়া হচ্ছে প্রায় 400টি বাস । পাশপাশি এই বছর প্রথমবার সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন ও ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন যৌথভাবে বাস পরিষেবা দিচ্ছে । বইমেলা উপলক্ষে পরিবহন দপ্তর থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা একটি বুকলেটের আকারে প্রকাশ করেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ।

গিল্ডের অবৈতনিক সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, "2018 সাল থেকে বইমেলা বিধাননগরের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হয় । এখানে শহরের অন্যান্য জায়গা থেকে যাতে মানুষ আসতে পারেন তাই পরিবহন দপ্তর থেকে বিভিন্ন রুটে বাসের ব্যবস্থা করা হয় । গতবছরের থেকেও এবছর বাসের সংখ্যা আরও বাড়ানো হয়েছে । শুধু শহর ও শহরতলি থেকেই নয় ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও সরকারি বাস পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে ৷ যাতে সেখানকার মানুষও বই মেলায় আসতে পারেন ।"

গত বছর বইমেলার জন্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে 350 টি বাস দেওয়া হয়েছিল ৷ এ বছর সেই সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 400 টি । পাশাপাশি SBSTC প্যাকেজ ট্যুরের ব্যবস্থা রেখেছে । জানুয়ারির 29 তারিখ এবং ফেব্রুয়ারির 1,2,5,8, 9 তারিখএই পরিষেবা দেওয়া হবে । এই প্যাকেজের মধ্যে যাতায়াতের ভাড়াসহ দুপুরের খাবার, টিফিন এবং দু'টি হাফ লিটারের পানীয় জলের বোতল থাকছে ।

প্যাকেজ ট্যুরের জন্য বাসগুলি কোথা থেকে ছাড়বে এবং মাথা পিছু খরচের তালিকা :

  • হলদিয়া, মহিষাদল ও তমলুক থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত । মাথা পিছু খরচ পড়বে 450 টাকা ।
  • ঝাড়গ্রাম, মেদিনীপুর, খড়গপুর থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত । মাথাপিছু খরচ পড়বে ঝারগ্রাম থেকে 500 টাকা এবং মেদিনীপুর থেকে 450 টাকা ।
  • সিউড়ি, বোলপুর, থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত । সিউড়ি থেকে খরচ পড়বে মাথা পিছু 580 টাকা ও বোলপুর থেকে মাথা পিছু 500 টাকা ।
  • আসানসোল, দুর্গাপুর থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ৷ আসানসোল থেকে খরচ পড়বে মাথা পিছু 580 টাকা এবং দুর্গাপুর থেকে খরচ পড়বে মাথাপিছু 500 টাকা ।
  • আরামবাগ থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ৷ খরচ পড়বে মাথাপিছু 400 টাকা ।

প্যাকেজের জন্য অগ্রিম অনলাইনে বুকিং করতে হবে-http://sbstc.co.inএই ওয়েবসাইটে ৷

ABOUT THE AUTHOR

...view details