- রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 65,258 ৷ মৃত্যু হয়েছে 1,490 জনের
লকডাউন আপডেট : রাজ্যে কোরোনা আক্রান্ত বেড়ে 65,258
লকডাউন রাজ্য
06:29 July 30
কলকাতা, 30 জুলাই : সময় যত এগোচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি তত জটিল হচ্ছে । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । কোরোনার সংক্রমণ রুখতে অগাস্টে সাতদিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?
06:29 July 30
- কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কাঁথি পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ভবতোষ বেরার
06:29 July 30
- কোরোনা আক্রান্তদের পরিবার শীঘ্র মুখ্যমন্ত্রীর বাড়ি ও নবান্ন ঘেরাও করবে ৷ সরকারি হাসপাতালে কোরোনা রোগীদের সঠিক চিকিৎসা না হওয়া প্রসঙ্গে বললেন কংগ্রেস নেতা আবদুল মান্নান
06:29 July 30
- কোরোনা মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ নিয়ে প্রকাশিত হল বই ৷ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বইয়ের ভার্চুয়াল উদ্বোধন করেন
06:14 July 30
- কলকাতা পৌরনিগম এলাকায় বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করবেন কোরোনাজয়ীরা ৷ COVID-19’এ আক্রান্ত হয়ে যাঁরা মানসিক অবসাদে ভুগছেন, তাঁদের মনোবল বাড়াবেন