পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 49,321

lockdown state
লকডাউন রাজ্য

By

Published : Jul 23, 2020, 6:40 AM IST

06:25 July 23

কলকাতা, 23 জুলাই : সময় যত এগোচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি তত জটিল হচ্ছে । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । চিকিৎসকদের একাংশ কোরোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করছেন ৷ গোষ্ঠী সংক্রমণের আশঙ্কায় রাজ্যে আজ লকডাউন ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • রাজ্যে কোরোনার সংক্রমণ বেড়ে হল 49,321

06:24 July 23

  • কোরোনা ভাইরাসের সংক্রমণে রাজ্যে মোট মৃত 1,221

06:24 July 23

  • গোষ্ঠী সংক্রমণের আশঙ্কায় রাজ্যে আজ ফের লকডাউন

06:24 July 23

  • গোবিন্দপুর রেল বস্তি এলাকায় একসঙ্গে 23 জন কোরোনায় আক্রান্ত ৷ গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করছে প্রশাসন

06:24 July 23

  • কোরোনায় আক্রান্ত তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী

06:02 July 23

  • পাটুলিতে কোরোনা আক্রান্তকে জুতোপেটার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে

ABOUT THE AUTHOR

...view details