কলকাতা, 18 জানুয়ারি : তৃণমূল কংগ্রেসে এবার থেকে নিয়ম করে হবে সাংগঠনিক নির্বাচন। পাঁচ বছর পর আগামী 2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঘাসফুল শিবিরের সাংগঠনিক নির্বাচন (organizational election of TMC in early February )। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তেমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। জানুয়ারির 25 তারিখের মধ্যে নির্বাচনের প্রতিনিধি এবং পর্যবেক্ষক কারা হবেন, তাও নির্ধারিত হয়ে যাবে বলে জানিয়েছেন পার্থবাবু।
তৃণমূল সূত্রে খবর, সাংগঠনিক নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব সামলাবেন পার্থবাবু নিজেই। প্রথম দফায় নির্বাচন হবে তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন পদের জন্য। পরের দফায় নির্বাচিত হবে দলের নতুন ওয়ার্কিং কমিটি। তৃণমূল কংগ্রেসের শেষ সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2017 সালে। সুতরাং, পাঁচ বছর পর ফের অনুষ্ঠিত হতে চলেছে ঘাসফুলের সাংগঠনিক নির্বাচন।