পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC organizational election : ফেব্রুয়ারির শুরুতেই তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, জানালেন পার্থ

পাঁচ বছর পর আগামী 2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঘাসফুলের সাংগঠনিক নির্বাচন (organizational election of TMC in early February)। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তেমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

TMC organizational election
ফেব্রুয়ারির শুরুতেই তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, জানালেন পার্থ

By

Published : Jan 18, 2022, 6:18 PM IST

কলকাতা, 18 জানুয়ারি : তৃণমূল কংগ্রেসে এবার থেকে নিয়ম করে হবে সাংগঠনিক নির্বাচন। পাঁচ বছর পর আগামী 2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঘাসফুল শিবিরের সাংগঠনিক নির্বাচন (organizational election of TMC in early February )। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে তেমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। জানুয়ারির 25 তারিখের মধ্যে নির্বাচনের প্রতিনিধি এবং পর্যবেক্ষক কারা হবেন, তাও নির্ধারিত হয়ে যাবে বলে জানিয়েছেন পার্থবাবু।

তৃণমূল সূত্রে খবর, সাংগঠনিক নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব সামলাবেন পার্থবাবু নিজেই। প্রথম দফায় নির্বাচন হবে তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন পদের জন্য। পরের দফায় নির্বাচিত হবে দলের নতুন ওয়ার্কিং কমিটি। তৃণমূল কংগ্রেসের শেষ সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2017 সালে। সুতরাং, পাঁচ বছর পর ফের অনুষ্ঠিত হতে চলেছে ঘাসফুলের সাংগঠনিক নির্বাচন।

আরও পড়ুন : TMC Agitation Against Kalyan : কল্যাণের বিরুদ্ধে হাইকোর্টে তৃণমূলী আইনজীবীদের বিক্ষোভ

দলীয় সূত্রে খবর, ইতিমধ্যেই দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব নিয়ে বিড়ম্বনায় পড়েছে রাজ্যের শাসকদল। মাঝেমধ্যে দলের বিরুদ্ধে বিবৃতি প্রকাশ করে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন দলের কিছু নেতা। সাম্প্রতিক সময়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন দলের লোকসভার সদস্য কল্যাণ বন্দোপাধ্যায়। মুখ খুলেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও। দু'জনকেই সতর্ক করেছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। অনুমান, দলের মধ্যে এই অন্তর্দ্বন্দ্ব বন্ধ করতে তড়িঘড়ি সাংগঠনিক নির্বাচনের ডাক দিয়েছেন দলের নেতৃত্ব। যদিও মঙ্গলবার এবিষয়ে কোনও মন্ত্যব্য করতে রাজি হননি পার্থবাবু।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details