কলকাতা, 10 নভেম্বর : COVID-19-এর এই পরিস্থিতির মধ্যে কলকাতায় ফের অঙ্গ প্রতিস্থাপন করা হল । যার জেরে ব্রেন ডেথ ঘোষিত এক যুবকের হার্ট এবং লিভারের মাধ্যমে নতুন জীবন পেলেন মাঝ বয়সি এক মহিলা এবং এক পুরুষ। ওই যুবকের ত্বক-ও দান করা হয়েছে।
SSKM হাসপাতালে সোমবার রাতে 28 বছর বয়সি ওই যুবকের হার্ট এবং লিভার প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু হয় হুগলির বাসিন্দা 55 বছরের এক মহিলা ও হাওড়ার বাসিন্দা 48 বছর বয়সি এক পুরুষের শরীরে। সোমবার প্রায় শেষরাতে সম্পন্ন হয় হার্ট প্রতিস্থাপনের প্রক্রিয়া। অন্যদিকে, লিভার প্রতিস্থাপনের প্রক্রিয়া সম্পন্ন হয় মঙ্গলবার সকালে। শেষ খবর পাওয়া পর্যন্ত, সফল হয়েছে প্রতিস্থাপনের প্রক্রিয়া। এই দুই অঙ্গ গ্রহীতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।ব্রেন ডেথ ঘোষিত 28 বছর বয়সি ওই যুবকের নাম কৌস্তুভ রায়। তিনি কসবার বাসিন্দা ছিলেন। হাইপারটেনশনের সমস্যা ছিল। আচমকা অসুস্থ বোধ করায় এই যুবককে 6 নভেম্বর আনন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে ভরতি করা হয়েছিল। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, এই যুবকের মস্তিষ্কে মারাত্মক রক্তক্ষরণ হয়েছে। তাঁকে বাঁচানোর জন্য অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা। তবে শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়ে ওঠেনি। কারণ, এই যুবকের ব্রেন ডেথ হয়ে যায়, যার জেরে অস্ত্রোপচারের আর সুযোগ ছিল না।বেসরকারি ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিষয়টি জানার পর এই যুবকের অঙ্গ দান করার সিদ্ধান্ত নেন পরিজনরা। হাসপাতালকে তাঁরা জানান, এই যুবকের অঙ্গ অন্য রোগীদের শরীরে প্রতিস্থাপনের মাধ্যমে এই যুবক বেঁচে থাকবেন, এই শোকস্তব্ধ পরিস্থিতির মধ্যে এমনই চান পরিজনরা। এর পরে শুরু হয় প্রক্রিয়া। এর পাশাপাশি অঙ্গ গ্রহীতাদের খোঁজ-ও চলতে থাকে। শেষ পর্যন্ত ঠিক হয়, SSKM হাসপাতালের দুই রোগীর শরীরে প্রতিস্থাপন করা হবে ব্রেন ডেথ ঘোষিত এই যুবকের হার্ট এবং লিভার।এই যুবকের ত্বক-ও দান করেছেন পরিজনরা। তবে যুবকের কিডনি দু'টি অন্য রোগীদের শরীরে প্রতিস্থাপনের জন্য বিবেচিত হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার সন্ধ্যার পর আনন্দপুরের বেসরকারি ওই হাসপাতাল থেকে গ্রিন করিডর গড়ে প্রথমে এই যুবকের হার্ট নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। এর ঘণ্টা তিনেক পর ফের গ্রিন করিডর গড়ে এই যুবকের লিভার এবং ত্বক নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে।COVID-19-এর এই আবহে 17 অগাস্ট ব্রেন ডেথ ঘোষিত এক যুবকের হার্ট, লিভার এবং দু'টি কিডনি কলকাতার তিনটি হাসপাতালে প্রতিস্থাপন করা হয়েছিল অন্য চার রোগীর শরীরে। ওই যুবকের কর্নিয়া এবং ত্বক-ও দান করেছিলেন পরিজনরা। 23 অগাস্ট ব্রেন ডেথ ঘোষিত মাঝ বয়সি এক ব্যক্তির দু'টি কিডনি SSKM হাসপাতালে দুই রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল। তাঁর ফুসফুস হায়দরাবাদের একটি হাসপাতালে এক রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল। তাঁর ত্বক এবং কর্নিয়াও দান করা হয়েছিল। ব্রেন ডেথ ঘোষিত এই রোগীর হার্ট এবং লিভার অন্য রোগীদের শরীরে প্রতিস্থাপনের জন্য যোগ্য বলে বিবেচিত হয়নি।