কলকাতা, 27 ডিসেম্বর : রাজ্যের বকেয়া পৌরসভাগুলির নির্বাচন নিয়ে ব্লু-প্রিন্ট সাজাতে সোমবার একটি সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন । নির্বাচন কমিশনে স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে সোমবার দুপুরে একটি বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস ৷ তবে এই সর্বদল বৈঠক বয়কট করে বাম ও কংগ্রেসের প্রতিনিধিদল । তবে সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে এসে বিজেপি জানায় যে, তারা বৈঠকে অংশ নিয়েছিল ৷ যদিও বিজেপির তরফে অংশ নেওয়া অর্জুন সিং ও শিশির বাজোরিয়া মাঝপথে বৈঠক থেকে বেরিয়ে এসেছেন বলে জানান ৷ অন্যদিকে বাম ও কংগ্রেসের প্রতিনিধিদল জানায়, তারাও বৈঠক থেকে ওয়াক আউট করেছে (oppostion parties boycott all party meeting called by state election commission) ।
বৈঠক বয়কটের (All Party Meeting Boycott ) কারণ সম্পর্কে অর্জুন সিং বলেন, "নির্বাচন কমিশনের কোনও মেরুদন্ড নেই । মমতা বন্দ্যোপাধ্যায়ের কথামতো কমিশন কাজ করছে । নতুন ভোটারদের বাদ দিয়ে ভোট করাতে চাইছে । তাই আমরা বয়কট করলাম ।" তাঁর কথায়, "রাজ্য সরকার নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিলেন, প্রথম পর্যায়ে পাঁচটি পৌরসভার ভোট হবে । এখন বলছে চারটি পৌরসভার ভোট হবে । এই বিষয়ে জিজ্ঞাসা করলে কমিশন কোনও সদুত্তর দিতে পারেনি ।"