কলকাতা, 11 ফেব্রুয়ারি : আজ বিধানসভার অধিবেশন কক্ষে কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীর দিকে তেড়ে যান পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় ৷ এই অভিযোগে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিরোধী বিধায়করা ৷ জানা গেছে, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় এবং পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে তাপসবাবু মনোজবাবুর কাছে ক্ষমা চেয়ে নেন ৷
আজ অধিবেশনের প্রথমার্ধের বিরতির পর রাজ্যপালের বাজেট ভাষণের উপর আলোচনা করতে গিয়ে বিরোধীদলের বিধায়করা দেখেন অধিবেশন কক্ষে শাসকদলের মন্ত্রীরা অনুপস্থিত । রাজ্যপালের বাজেট ভাষণের উপর আলোচনা চলাকালীন সাংবিধানিক প্রথা অনুযায়ী ন্যূনতম 6 জন মন্ত্রীকে উপস্থিত থাকতে হয় । কিন্তু কেন মন্ত্রীরা নেই, এ প্রশ্ন করতেই অধ্যক্ষ মন্ত্রীদের ডেকে পাঠান । পরিষদীয় দলের প্রতিমন্ত্রী তাপস রায় তখন মোবাইলে কথা বলতে বলতে বিধানসভার অধিবেশন কক্ষে প্রবেশ করেন ৷ মনোজবাবু তাপসবাবুর কাছে জানতে চেয়েছিলেন, অন্য মন্ত্রীরা কোথায় ৷ মনোজবাবুর অভিযোগ, তখনই ধৈর্য হারিয়ে মারমুখী ভঙ্গিতে তাঁর দিকে এগিয়ে যান তাপসবাবু ৷ ঘটনার প্রতিবাদে তখনই বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিরোধী বিধায়করা ৷