কলকাতা, 31 অক্টোবর :তৃণমূল কংগ্রেস ছাড়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি সঙ্গে নিয়ে গিয়েছিলেন নাটকীয়ভাবে ৷ তবে বিজেপিতে গিয়ে থিতু হতে পারেননি ৷ ভোটে হেরে গিয়ে আবার তৃণমূলে ফেরার জন্য উদ্যোগ নিয়েছিলেন ৷ সেই রাজীব বন্দ্যোপাধ্য়ায়ই (Rajib Banerjee) রবিবার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে আবার ফিরে এলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলে ৷ কিন্তু তাঁর এই প্রত্যাবর্তন নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা (বলা ভাল সমালোচনা) ৷ প্রশ্ন উঠছে রাজীবের নৈতিকতা নিয়ে ৷
আরও পড়ুন :Rajib Banerjee : আগরতলায় অভিষেকের সভায় তৃণমূলে প্রত্যাবর্তন রাজীবের
সিপিএম থেকে শুরু করে বিজেপি, সকলেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফিরে যাওয়া নিয়ে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি ৷ প্রসঙ্গত, এদিন তৃণমূলের পতাকা হাতে ধরে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভুল করেছিলেন তিনি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বোঝানো সত্ত্বেও দল ছাড়া তাঁর ভুল হয়েছিল ৷ একইসঙ্গে তিনি জানান, বিজেপির তরফ থেকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হচ্ছিল, তার বিরুদ্ধেও বরাবরই সরব হয়েছেন তিনি ৷ এরই প্রেক্ষিতে এদিন এআইসিসি সদস্য শুভঙ্কর সরকার বলেন, ‘‘দেরিতে বোধোদয় হয়েছে রাজীববাবুর ৷ আসলে যাঁরা নীতি, আদর্শের কথা ভেবে রাজনীতি করেন না, তাঁদের পক্ষে এসব কথা বলার সহজ ৷ এমতাবস্থায় নৈতিকতার প্রশ্ন বড় হয়ে যাচ্ছে ৷ ক্রমেই বাংলার রাজনীতি থেকে এই ধরনের নীতি, নৈতিকতা হারিয়ে যাচ্ছে ৷ এটাকে বাংলার জন্য দুঃসময়ই বলব ৷’’