কলকাতা,17 মে: মহাকাশ থেকে কয়লা খাদান সর্বত্র বেসরকারি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। চতুর্থ দফায় দেশ বিক্রির কাজ চলছে ।এই অভিযোগ রাজ্যের বাম-কংগ্রেস নেতৃত্বের। কোরোনা সংক্রমণ ও তার জেরে বেহাল অর্থনীতির হাল ফেরাতে "আত্মনির্ভর ভারত অভিযান" নামে ২০ লাখ কোটি টাকার মেগা প্যাকেজের ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি। এই আর্থিক ঘোষণাকে সমালোচনা করে এর পিছনে দেশ বিক্রির ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান। অন্যদিকে CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন," প্রতিরক্ষায় প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের সীমা বেড়ে হয়েছে 74 শতাংশ। আরও ছটি বিমানবন্দর বেসরকারি হাতে যাবে। আসলে কর্পোরেট সংস্থার কাছে দেশ বিক্রির ষড়যন্ত্র করছে কেন্দ্রীয় সরকারের।"
প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, "বিদ্যুৎ ক্ষেত্রে হবে সার্বিক বেসরকারিকরণ। কয়লা উত্তোলন এবং বিক্রিতে অবাধ ছাড় বেসরকারি সংস্থাকে। মহাকাশ গবেষণা এবং অভিযানেও বেসরকারি সংস্থার প্রবেশ অবাধ। আসল চেহারা বেরিয়ে আসছে, চতুর্থ দফায় গোটা দেশকেই কর্পোরেট পুঁজির হাতে বিক্রি করার পাকাপাকি ব্যবস্থা করলেন কেন্দ্রীয় সরকার।"