কলকাতা, 1 জুলাই: বিজেপি রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম আগেই জানিয়ে দিলে তৃণমূল কংগ্রেস অন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারত ৷ হুল দিবসে জঙ্গলমহলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে ৷ এমনকী আদিবাসী-দলিতরা ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপালের সঙ্গেই রয়েছেন ৷ এমনই বার্তা দিয়ে দ্রৌপদী মুর্মুর জয়ের ইঙ্গিতও দেন মুখ্যমন্ত্রী ৷ মূলত মমতার উদ্যোগেই দেশের 17টি অ-বিজেপি দল যশবন্ত সিনহাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নির্বাচনের পর এহেন মন্তব্যে বিরোধীদের চক্ষুশূল রাজ্যের মুখ্যমন্ত্রী (Opposition leaders slam Mamata Banerjee on his comment regarding Droupadi Murmu) ৷ রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে মমতার মন্তব্যের শুক্রবারের বক্তব্যের কড়া জবাব দিল বাম-কংগ্রেস।
বিরোধী ঐক্যকে ভেঙে ফেলতেই উদ্যোগী হয়েছেন মমতা ৷ এমনই অভিযোগ করলেন অধীর চৌধুরী, সুজন চক্রবর্তীরা ৷ এদিন ইটিভি ভারত-কে অধীর রঞ্জন চৌধুরী বলেন, "দ্রৌপদী মুর্মু প্রার্থী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন। তখন কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি তিনি একজন মহিলা ? এখন এসব ঢং'য়ের কথা বলে লাভ নেই। আমি অনেক আগেই সতর্ক করেছিলাম যে, মমতা বন্দ্যোপাধ্যায় মোদি-বিরোধী নন। মোদি-বিরোধী জোটের কাছে তিনি গ্রহণযোগ্য নন। তা আবারও প্রমাণ হয়ে গেল। আমি আবারও সতর্ক করতে চাই ৷