পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শ্রমিকদের দ্রুত ফেরাতে উপযুক্ত ব্যবস্থা নিন, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন বিরোধীদের

অজস্র পরিযায়ী শ্রমিক বাংলার।তাঁরা কী ভাবে আসবেন, কী খাবেন, কোথায় থাকবেন এই নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা চলছে বলে বিরোধীদের অভিযোগ । বিরোধীদের অভিযোগ, রাজ্যে সরকার শ্রমিকদের বিষয়ে দায়সারা মনোভাব দেখাচ্ছে। শ্রমিকদের ফেরাতে কোনও পরিকল্পনা নেই রাজ্য সরকারের মান্নানের অভিযোগ," কারা, কবে, কীভাবে ফিরবেন অথবা ফেরানো হবে কিনা, কেও জানে। কবে ট্রেন, কোথা থেকে, কারা সেই ট্রেনে উঠবে, কত টাকা লাগবে, কোথা থেকে সঠিক খবর মিলবে, কেউ জানেনা। কোনও গাইডলাইন নেই। নেই জেলাভিত্তিক হেল্পলাইন। কিংবা নোডাল অফিসার। চূড়ান্ত অব্যবস্থা।" বিরোধীদের অভিযোগ, রাজ্যের গরিব পরিযায়ী শ্রমিক, ভিনরাজ্যে আটকে থাকা ছাত্র, এবং অন্যান্য মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ রাজ্য সরকার।

speedy return
আব্দুল মান্নান

By

Published : May 16, 2020, 10:15 PM IST

কলকাতা,16 মে: ফের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলের নেতারা। লকডাউনের ফলে রাজ্যের শ্রমিকরা ভিন রাজ্যে আটকে পড়েছেন । এখন ঘরে ফেরার টানে রাস্তায় মানুষের ঢল। শ্রমিকেরা রাজ্যে ফিরতে চেয়ে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ । আজ এইসব নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান এবং বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। সরাসরি মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন করলেন তাঁরা।

অজস্র পরিযায়ী শ্রমিক বাংলার।তাঁরা কী ভাবে আসবেন, কী খাবেন, কোথায় থাকবেন এই নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা চলছে বলে বিরোধীদের অভিযোগ । তাঁদের অভিযোগ, রাজ্য সরকার শ্রমিকদের বিষয়ে দায়িত্ব নিচ্ছে না । শ্রমিকদের ফেরাতে কোনও পরিকল্পনা নেই রাজ্য সরকারের।

আবদুল মান্নানের অভিযোগ," কারা, কবে, কিভাবে ফিরবেন অথবা ফেরানো হবে কিনা, কেও জানে না । কবে ট্রেন ছাড়বে, কোথা থেকে ছাড়বে, কারা সেই ট্রেনে উঠবে, কত টাকা লাগবে, কোথা থেকে সঠিক খবর মিলবে, কেউ জানেনা। কোনও গাইডলাইন নেই। নেই জেলাভিত্তিক হেল্পলাইন। কিংবা নোডাল অফিসার। চূড়ান্ত অব্যবস্থা।" বিরোধীদের অভিযোগ, রাজ্যের গরিব পরিযায়ী শ্রমিক, ভিনরাজ্যে আটকে থাকা ছাত্র, এবং অন্যান্য মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ রাজ্য সরকার।


বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন," আটকে থাকা মানুষ এবং পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে সরকারের কর্মসূচি দ্রুত ঘোষণা করতে হবে। জেলাভিত্তিক নোডাল অফিসার, হেল্পলাইন এবং গাইডলাইন প্রকাশ্যে ছাপিয়ে দিতে হবে। অস্পষ্টতা এবং অস্বচ্ছতা চলবে না। যাঁরা ফিরতে চান, পরীক্ষা করে প্রটোকল মেনেই, তাঁদের দ্রুত ফেরাতে হবে। সর্বাধিক এক মাসের মধ্যে। ততদিন পর্যন্ত অন্যান্য রাজ্যে এই মানুষদের থাকা-খাওয়ার বন্দোবস্ত সরকারকে নিশ্চিত করতে হবে। রাজ্যের স্টেশনগুলোতে স্বাস্থ্য পরীক্ষার পর, প্রটোকল অনুযায়ী এঁদেরকে নিজের এলাকায় সরকারি ব্যবস্থায় পৌঁছে দিতে হবে।''

বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "বেঙ্গালুরু, আলিগড়, গুন্টুর সহ দেশের প্রায় সর্বত্রই বহু ছাত্র আটকে রয়েছেন, তাঁদের অবিলম্বে ঘরে ফেরাতে হবে। রাজ্যের যে মানুষেরা রাজ্যের মধ্যেই আটকে আছেন, তাঁদের ফেরানোর নির্দিষ্ট গাইডলাইন এবং ব্যবস্থা চাই। নেপাল, ভুটান, বাংলাদেশে আটকে থাকা শ্রমিকদের ফেরত আনার উদ্যোগ নিতে হবে। সরকারি ব্যবস্থাপনার অভাবে বাধ্য হয়েই বাস বা অন্য পরিবহনে যে শ্রমিকরা ফিরছেন, তাঁদের অবস্থা অত্যন্ত খারাপ। তাঁদের খরচ সরকারকে বহন করতে হবে।"মুখ্যমন্ত্রীর কাছে বিরোধীদের আবেদন, আটকে থাকা এই মানুষরা যাতে মর্যাদা নিয়ে দ্রুত ফিরতে পারেন জরুরি ভিত্তিতে তা নিশ্চিত করুন।

ABOUT THE AUTHOR

...view details