কলকাতা, 15 ফেব্রুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে BJP ও বিরোধী দলগুলির মধ্যে রাজনৈতিক তরজা অব্যাহত ৷ সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদকারীদের আক্রমণ করেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এই নিয়ে বাম এবং কংগ্রেস নেতৃত্ব দিলীপ ঘোষকে পালটা আক্রমণ করে আজ । আজ ICCR-এ BJP-র সাংগঠনিক বৈঠকে দিলীপবাবু বলেন,"শাহিনবাগ ও পার্কসার্কাসে কিছু অশিক্ষিত মানুষকে বসিয়ে রাখা হয়েছে। বিদেশিদের পয়সায় ওদের বিরিয়ানি খাওয়ানো হচ্ছে।"
এই প্রসঙ্গে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, দিলীপ ঘোষের মন্তব্যে প্রতিক্রিয়া দিতে তাঁর রুচিতে বাধে । অন্যদিকে কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী বলেন, দিলীপ ঘোষের মাথার ব্যারাম আছে । দিল্লিতে BJP-র যে অবস্থা হয়েছে গোটা রাজ্যে তেমনই হবে বলেও মন্তব্য করেছেন তিনি ৷