পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সৌজন্য সাক্ষাতেও রাজ্যপালকে নালিশ জানাল রাজ্যের বিরোধী নেতারা

সৌজন্য সাক্ষাতের সময়ও সুযোগ ছাড়লেন না অভিযোগ জানানোর। প্রবল ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতিগ্রস্তদের ত্রাণের আর্থিক সাহায্য নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানালেন সুজন চক্রবর্তী।করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকার ব্যর্থ হয়েছে ক্ষোভ উগড়ে দিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

MANNAN
MANNAN

By

Published : Aug 16, 2020, 4:54 AM IST

কলকাতা, 16 অগাস্ট : সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে রাজ্যের পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। সাংবিধানিক প্রথা মেনে প্রতিবছর স্বাধীনতা দিবসে শাসক এবং বিরোধীদলের নেতৃত্বরা রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। এ বছর কোরোনা আবহেও তার অন্যথা হয়নি। সকালে মুখ্যমন্ত্রী রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন । বিকেলে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।

সৌজন্য সাক্ষাতের সময়ও সুযোগ ছাড়লেন না অভিযোগ জানানোর। প্রবল ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণের দূর্নীতি নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানালেন সুজন চক্রবর্তী।করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকার ব্যর্থ হয়েছে ক্ষোভ উগড়ে দিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। নিয়মিত করোনা সংক্রমনের সংখ্যা বেড়েই চলেছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল চলছে।

প্রতিবছরের মতো এবছরও স্বাধীনতা দিবসে রাজ্যপাল রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাজভবনে স্বাধীনতা দিবসের সন্ধ্যেবেলার সৌজন্য সাক্ষাতে গিয়ে রাজ্য সরকারের 'ব্যর্থতার' কথাই রাজ্যপালের কাছে মৌখিক অভিযোগ হিসেবে জানানো হয়। রাজ্যপাল গুরুত্বসহকারে বিরোধীদের অভিযোগ শুনেছেন ।

ABOUT THE AUTHOR

...view details