পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজাবাজারে প্রকাশ্যে গুলি, গুরুতর আহত ১ - police

রাজাবাজারে প্রকাশ্যে গুলি যুবককে । গুরুতর আহত ইয়াসের মুস্তফা ভরতি NRS হাসপাতালে । ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই চারজনকে আটক করেছে পুলিশ ।

প্রতীকী ছবি

By

Published : Jul 12, 2019, 3:17 PM IST

কলকাতা, 12 জুলাই : রাজাবাজারে প্রকাশ্যে গুলি যুবককে । গুরুতর আহত ইয়াসের মুস্তফা ভরতি NRS হাসপাতালে । ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই চারজনকে আটক করেছে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে এলাকার CCTV ফুটেজ ।

গতরাতে APC রোড এবং কেশব সেন স্ট্রিটের সংযোগস্থানে ঘটনাটি ঘটে । নারকেলডাঙা নর্থ রোডের বাসিন্দা ইয়াসের মুস্তফা বাড়ি ফিরছিলেন । রাস্তায় লোকজন থাকলেও মোটের উপর ফাঁকাই ছিল রাজাবাজার ক্রসিং । হঠাৎই চারজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে । শুরু হয় বচসা । পালাতে গেলে ইয়াসেরকে লক্ষ্য করে গুলি চালায় তাদের মধ্যে একজন । গুলি লাগে তাঁর বাঁ হাতে । পালিয়ে যায় দুষ্কৃতীরা ।

আরও পড়ুন : যাঁরা তৃণমূলে গেছেন, আবার ফিরে আসবেন : কৈলাস

পুলিশের প্রাথমিক অনুমান, পুরোনো কোনও শত্রুতার জেরে এই হামলা । ঘটনায় ইতিমধ্যেই আমহার্স্ট স্ট্রিট থানা এবং লালবাজারের গুণ্ডাদমন শাখা আটক করেছে চারজনকে । ইয়াসেরকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা ।

ABOUT THE AUTHOR

...view details