কলকাতা, 23 ফেব্রুয়ারি :আসন্ন 108 পৌরসভা নির্বাচন হবে রাজ্য পুলিশ দিয়েই। মোতায়েন করা হচ্ছে না কেন্দ্রীয় বাহিনী। বুধবার জানিয়ে দেওয়া হল রাজ্য নির্বাচন কমিশনের তরফে (Only state police to be deployed for municipal election on 27th February)। কলকাতা হাইকোর্টের নির্দেশে 27 ফেব্রুয়ারি 108টি পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে কি না, তা নিয়ে জেলাশাসকদের থেকে সামগ্রিক পরিস্থিতির রিপোর্ট তলব করেছিল রাজ্য স্বরাষ্ট্র দফতর এবং রাজ্য নির্বাচন কমিশন। বুধবার বিকেলের মধ্যেই সেই রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল।
নির্দেশ মোতাবেক এদিন বিকেলে কমিশনের দফতরে পূর্ণাঙ্গ রিপোর্ট এসে পৌঁছয়। এরপর সেই রিপোর্টের ভিত্তিতেই জরুরি বৈঠকে বসে রাজ্য নির্বাচন কমিশন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি আইন-শৃঙ্খলা। সূত্রের খবর, রিপোর্টে 108টি পৌরসভার বেশ কিছু এলাকাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হলেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেনি কমিশন। সশস্ত্র পুলিশ দিয়েই ভোট করানোর সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে। তবে স্পর্শকাতর এলাকায় পুলিশি প্রহরা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি নির্বাচনী আইনের ক্ষেত্রে আরও কড়া হচ্ছে কমিশন।