কলকাতা, 7 জুন : তৃতীয়বারের জন্য বঙ্গজয় হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের ৷ এবার লক্ষ্য দিল্লি ৷ সেই কথাই সোমবার স্পষ্ট করে দিলেন তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ তবে সেটা যে শুধু তৃণমূলের লক্ষ্য নয়, বরং দেশের মানুষও যে জাতীয় নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) চাইছেন, তা জানাতেও ভোলেননি ঘাসফুল শিবিরের এই তরুণ-তুর্কি ৷
সোমবার তৃণমূল ভবনে বসে তিনি জানালেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পর তৃণমূল কংগ্রেসের কাছে সারা দেশ থেকে এক লক্ষেরও বেশি ই-মেল এসেছে ৷ সেই ই-মেলে দেশের বিভিন্ন অংশের মানুষ যেমন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে শুভেচ্ছা জানিয়েছেন ৷ পাশাপাশি জাতীয় নেত্রী হিসেবেই মমতাকে দেখতে চাইছেন ৷ কারণ, দেশের মানুষ মনে করছেন যে একমাত্র মমতাই পারেন দেশকে রক্ষা করতে ৷
আরও পড়ুন :Abhishek Banerjee : কুৎসা না করে বিরোধী দলনেতার কাজ করুন, শুভেন্দুকে আক্রমণ অভিষেকের
তবে কীভাবে আগামিদিনে তৃণমূল কংগ্রেস জাতীয়স্তরে কাজ করবে, তা এখনই ঠিক হয়নি বলেই জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ তাঁর কথায়, সেই সমস্ত ই-মেল খতিয়ে দেখার পর মাসখানেকের মধ্যেই এই নিয়ে পরিকল্পনা করা হবে ৷ তার পর সেই বিষয়গুলি প্রকাশ্যে আনা হবে ৷
তবে বিস্তারিত পরিকল্পনা না হলেও তৃণমূল কংগ্রেসের সংগঠন যে ক্রমশ অন্য রাজ্যে বিস্তারিত লাভ করবে, সেটাও তিনি এদিন স্পষ্ট করে দিয়েছেন ৷ কিন্তু সেই প্রক্রিয়ায় তৃণমূলের লক্ষ্য শুধু ভোটের শতাংশ বৃদ্ধি হবে না ৷ বরং ওই রাজ্য দখলই হবে তৃণমূলের লক্ষ্য ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে বিজেপিকে হারানো তৃণমূলের লক্ষ্য নয় ৷ বরং ভারতকে রক্ষা করাই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ৷