পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতায় উদ্ধার 10 লাখ টাকার জালনোট, গ্রেপ্তার 1 - fake notes

কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স আজ প্রায় 10 লাখ টাকার জালনোট উদ্ধার করল ৷ এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ।

fake note
উদ্ধার জাল নোট

By

Published : Jan 22, 2021, 7:05 PM IST

কলকাতা,22 জানুয়ারি : কলকাতায় উদ্ধার জালনোট । প্রায় 10 লাখ টাকার জালনোট উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ।

ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতের নাম গুড্ডু খান। বাড়ি উত্তরপ্রদেশের ফারুকবাদে। লালবাজার সূত্রের খবর, 500 টাকার মোট 200টি জালনোট উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে ময়দান থানা এলাকার মেয়ো রোড় থেকে গ্রেপ্তার করেছে । কী উদ্দেশ্যে ওই যুবক বিপুল পরিমাণ জালনোট নিয়ে শহরে এসেছিল তা জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা।

রাজ্যের বিভিন্ন জেলায় জালনোটের কারবারি বাড়ছে ৷ এজন্য চিন্তায় আছে গোয়েন্দারা ৷ বিশেষ করে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জালনোটের চক্র যেভাবে মাথা চাড়া দিচ্ছে তাতে সতর্ক থাকতে হচ্ছে গোয়েন্দাদের ৷ গতকালই মালদার কালিয়াচকে 2 লাখ টাকার জালনোট বাজেয়াপ্ত করা হয় ৷ এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সেখানকার পুলিশ ৷ সীমান্তবর্তী এলাকায় জালনোট কারবারিদের রমরমা বন্ধ করতে তৎপর প্রশাসন ৷ আজ কলকাতায় প্রায় 10 লাখ টাকার জালনোট উদ্ধার করে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details