পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Ballygunge Accident Death: বালিগঞ্জে বিলাসবহুল গাড়িতে জয় রাইডের বলি 1 পথচারী, ধৃত চালক - Suyash Parasrampuria

বালিগঞ্জ সার্কুলার রোডে বেপরোয়া গতির বলি হলেন এক পথচারী (One Pedestrian Died in a Road Accident in Ballygunge) ৷ ঘাতক গাড়িটি দু’টি গাড়িতে ধাক্কাও মেরেছে বলে জানা গিয়েছে ৷ ঘাতক গাড়ি এবং তার চালককে আটক করা হয়েছে ৷

one-pedestrian-dead-in-a-road-accident-in-ballygunge
one-pedestrian-dead-in-a-road-accident-in-ballygunge

By

Published : Aug 7, 2022, 6:19 PM IST

Updated : Aug 9, 2022, 5:42 PM IST

কলকাতা, 7 অগস্ট: ফের একবার শহর কলকাতায় বেপরোয়া গতির বলি এক পথচারী ৷ রবিবার ছুটির দিনে বালিগঞ্জ সার্কুলার রোডে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা পথচারীর (One Pedestrian Died in a Road Accident in Ballygunge) ৷ অভিযোগ, বিলাসবহুল গাড়ি নিয়ে রবিবার বিকেলে জয় রাইডে বেরিয়েছিলেন এক সুযশ পরশরামপুরিয়া(Suyash Parasrampuria) ৷ কিন্তু বালিগঞ্জ সার্কুলার রোডে পেট্রল পাম্পের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দু’টি গাড়িতে ধাক্কা মারে বিলাসবহুল গাড়িটি । পরে মহিলা পথচারীকে পিষে দেয় সেটি ৷ ঘটনাস্থলের কাছেই ট্র্যাফিক সার্জেন্টরা ছিলেন ৷ তাঁরা রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান ৷ কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ ঘাতক গাড়ির চালককে আটক করে বালিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, রবিবার বিকালে বিলাসবহুল গাড়ি নিয়ে জয় রাইডে বেরিয়ে ছিলেন এক সুযশ(Suyash)৷ কিন্তু, তাঁর শখ যে কারও মৃত্যুর কারণ হতে পারে তা ভাবেননি তিনি ৷ ঘাতক ওই যুবক বেপরোয়া গতিতেই গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ ৷ বালিগঞ্জ সার্কুলার রোডে পেট্রল পাম্পের সামনে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি ৷ প্রথমে উলটোদিক থেকে আসা একটি গাড়িতে ধাক্কা মারেন ৷ তারপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা মারেন তিনি ৷ সেই গাড়ির সামনেই ছিলেন এক পথচারী মহিলা ৷ তাঁকে সেখানেই পিষে দেয় ঘাতক গাড়িটি ৷ এরপর কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে যায় সেটি ৷

ঘটনার পরেই সেখানে ছুটে আসেন স্থানীয়রা ৷ কাছেই ট্রাফিক সার্জেন্টরা ছিলেন ৷ তাঁরাও ঘটনাস্থলে পৌঁছন ৷ রক্তাক্ত অবস্থায় আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তাঁরা ৷ কিন্তু, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মহিলাকে মৃত ঘোষণা করেন ৷ অন্যদিকে, ঘাতক গাড়িটির ভিতর থেকে অভিযুক্তকে পুলিশকর্মীরা বের করার সময় আরেক বিপত্তি বাঁধে ৷ স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে গাড়ি-সহ অভিযুক্তের উপর চড়াও হয় ৷ কোনওমতে অভিযুক্তকে উদ্ধার করে তাঁকে বালিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয় ৷ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন:ভাঙাচোরা রাস্তার খেসারত! প্রাণ গেল স্কুল ফেরৎ নাবালিকা ছাত্রীর

ঘটনাস্থলে ইতিমধ্যেই ট্রাফিক পুলিশের এসএসটিপি অর্থাৎ, ফ্যাটাল স্কোয়াডের দক্ষ আধিকারিকরা পৌঁছেছেন ৷ ঘাতক গাড়িটিকে টোয়িং করে বালিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হচ্ছে ৷ ক্ষতিগ্রস্ত কালো গাড়িটিকেও উদ্ধার করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, অভিজাত গাড়িটির ফরেন্সিক পরীক্ষা করানো হবে ৷ তারপরেই জানা যাবে, গাড়িটির গতি ঠিক কত ছিল ৷ পাশাপাশি, ঘাতক গাড়িটি এর আগে কোনও ট্রাফিক আইন ভেঙেছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated : Aug 9, 2022, 5:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details