গড়িয়া, 31 অগাস্ট: গতকাল (শুক্রবার) এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর হল গড়িয়ার মহামায়াতলার একটি বেসরকারি হাসপাতালে ৷ দফায় দফায় ভাঙচুর হয় সেখানে ৷ শুক্রবার সকালে হাসপাতালে নিয়ে আসা হয় পান্না নস্করকে (52) ৷ মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে ৷
পান্না নস্কর গড়িয়ার বাসিন্দা ৷ শুক্রবার সকালে জন্ডিস নিয়ে ভর্তি করা হয় তাঁকে । পরিবারের লোকজনের অভিযোগ, ভর্তির পরেও কোনও চিকিৎসা শুরু করেনি ডাক্তার ৷ পরে তাঁরা সিদ্ধান্ত নেন, রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাবেন । কিন্তু রাতে ডিসচার্জ করতেও চিকিৎসকরা গড়িমসি করেন বলে অভিযোগ ।