কলকাতা, 17 ফেব্রুয়ারি : লোডিং টেস্ট বা ভারবহন ক্ষমতার পরীক্ষার জন্য আগামী শুক্রবার রাত থেকে আগামী সোমবার সকাল পর্যন্ত আম্বেদকর সেতুর একাংশ বন্ধ থাকবে । কলকাতা ট্রাফিক পুলিশের সূত্র অনুযায়ী, এটি একটি নিয়মমাফিক লোডিং টেস্ট ৷ যা কলকাতার সব সেতুতেই করা হয়ে থাকে সময়ে সময়ে এবং সেই লোডিং টেস্ট চলাকালীন সংশ্লিষ্ট সেতুটি বন্ধ থাকে যান চলাচলের জন্য । সায়েন্স সিটি থেকে রুবির দিকে যেতে প্রথম যে সেতুটি রয়েছে, সেটিই আম্বেদকর সেতু ৷ সেটিতেই পরীক্ষা করা হবে ৷
মাঝেরহাট সেতু ভেঙে পড়ার থেকেই মাঝেমাঝেই কলকাতা শহরের সমস্ত সেতুরই বিভিন্নরকম স্বাস্থ্যপরীক্ষা করা হয় ৷ যার মধ্যে অন্যতম হল লোডিং টেস্ট বা ভারবহন ক্ষমতার পরীক্ষা । পরীক্ষা চলাকালীন সেই সব সিটিতেই যান চলাচল নিষিদ্ধ করা হয় ।