কলকাতা, 3 অগস্ট: আজ ব্যাঙ্কশাল আদালতে তোলার আগে ফের পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (One More Health Checkup for Partha Chatterjee and Arpita Mukherjee Before Appearing to Court) ৷ গতকাল পার্থকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারার ঘটনার পর, আজকে নিরাপত্তা ব্যবস্থা আরও আটোসাঁটো করা হয় ৷ এ দিন সংবাদ মাধ্যমকেও বেশি কাছে ঘেঁষতে দেওয়া হয়নি ৷
আজ পার্থ-অর্পিতার 10 দিনের ইডি হেফাজত শেষ হচ্ছে ৷ ফলে আজই তাঁদের ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হচ্ছে ৷ তার আগে আজ সকালে ফের একবার তাঁদের জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য ৷ এ দিন ইডি অফিস থেকে বেরনোর সময় থেকে পার্থ ও অর্পিতার গাড়ির আশেপাশে কলকাতা পুলিশের গাড়িও দেখা যায় ৷ বাড়তি সুরক্ষা বলয়ের মধ্যে তাঁদের ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷