পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ‍্যে ফের COVID-19 আক্রান্তের মৃত্যু - coronavirus updates

মৃতের বয়স 62 বছর । বাড়ি হাওড়ার সালকিয়া এলাকায় । তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল । গতকাল সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

ছবি
ছবি

By

Published : Apr 10, 2020, 9:39 AM IST

কলকাতা, 10 এপ্রিল : কোরোনায় সংক্রমিত আরও এক রোগীর মৃত্যু হল রাজ্যে । গতরাতে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই রোগীর । 7 এপ্রিল দুপুরে টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতাল থেকে COVID-19 পজ়িটিভ ওই রোগীকে পাঠানো হয়েছিল সল্টলেকের বেসরকারি হাসপাতালে ।

মৃতের বয়স 62 বছর । বাড়ি হাওড়ার সালকিয়া এলাকায় । তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল । গতকাল সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

সূত্রের খবর, রোগীর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে রাজ‍্যের স্বাস্থ্য দপ্তর । সল্টলেকের ওই বেসরকারি হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার আগে, অন্য কোন কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সব স্থানে কারা কারা রোগীর সংস্পর্শে এসেছিল, সেই সব বিষয়-ও খতিয়ে দেখা হচ্ছে । এ দিকে, রাজ্য সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, এ রাজ্যে এখনও পর্যন্ত 5 জন COVID-19 আক্রান্তের মৃত্যু হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details