কলকাতা, 14 জানুয়ারি: কোরোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু হল এরাজ্যে । ওই চিকিৎসক আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ছিলেন।
মৃত চিকিৎসকের নাম চক্রধর মান্ডি। তিনি মাইক্রোলজি বিভাগের একজন ডেমন্সট্রেটর পদে কর্মরত ছিলেন। কোরোনায় আক্রান্ত হওয়ার কারণে তিনি হোম আইসোলেশনে ছিলেন। বুধবার তাঁর মৃত্যু হয়েছে।
কোরোনায় রাজ্যে আরও এক চিকিৎসকের মৃত্যু - one more corona positive doctor died
রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়ে আরও এক চিকিৎসকের মৃত্যু হল ৷ এই নিয়ে রাজ্যে কোরোনায় মৃত্যু হল 90 জনের বেশি চিকিৎসকের ৷
![কোরোনায় রাজ্যে আরও এক চিকিৎসকের মৃত্যু corona](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10234823-455-10234823-1610586636259.jpg)
রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত 90 জনেরও বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে। একের পর এক চিকিৎসকের মৃত্যুর জেরে চিকিৎসক মহলে শোকের ছায়া ৷
আরও পড়ুন :বুধবার সন্ধ্য়ায় মালদায় পৌঁছালো কোরোনার টিকা
13 জানুয়ারি স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় এরাজ্যে আরও 7 হাজার 223 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ গত 24 ঘন্টায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 18 জনের ৷ রাজ্যে এখন পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 লাখ 62 হাজার 795 জন। এখন পর্যন্ত রাজ্যে কোরোনা আক্রান্ত হয়ে মোট 9 হাজার 993 জনের মৃত্যু হয়েছে।