পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

চুঁচুড়ায় ত্রিকোণ প্রেমের জেরে খুনে গ্রেপ্তার আরও 1 - শেওড়াফুলির খবর

10 অক্টোবর বিষ্ণু মালকে চুঁচুড়া থেকে তুলে নিয়ে গিয়ে চাঁপদানীর একটি বাড়িতে খুন করে বিশাল ও তার সঙ্গীরা । খুনের পর দেহ কেটে টুকরো টুকরো করে একটি ব্যাগে ভরে দেহাংশ বিভিন্ন জায়গায় ফেলে দেয় ।

Kolkata Crime news
ধৃত মান্তু ঘোষ

By

Published : Oct 31, 2020, 11:04 PM IST

কলকাতা, 31 অক্টোবর : ত্রিকোণ প্রেমের খুনে আরও এক জনকে গ্রেপ্তার করল পুলিশ । খণ্ড খণ্ড দেহাংশের মধ্যে উদ্ধার হল বিষ্ণুর মাথা । শেওড়াফুলির গড়বাগানের পাশে একটি ডোবা থেকে পাওয়া যায় এই অংশ । বিষ্ণু মাল খুনে এখনও পর্যন্ত মোট পাঁচজন গ্রেপ্তার করেছে পুলিশ । তবে কুখ্যাত দুস্কৃতী বিশাল এখনও অধরা । ধৃত যুবকের নাম মান্তু ঘোষ । মান্তুকে পুলিশি হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । চন্দননগর কমিশনারেটের পুলিশের দাবি, বিশালকেও অবিলম্বে গ্রেপ্তার করা হবে ।

10 অক্টোবর বিষ্ণু মালকে চুঁচুড়া থেকে তুলে নিয়ে গিয়ে চাঁপদানীর একটি বাড়িতে খুন করে বিশাল ও তার সঙ্গীরা । খুনের পর দেহ কেটে টুকরো টুকরো করে একটি ব্যাগে ভরে দেহাংশ বিভিন্ন জায়গায় ফেলে দেয় । 26 অক্টোবর বিশালের দুই সঙ্গী রাজকুমার প্রামাণিক ও কৃষ্ণ মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খুনের পুনঃনির্মাণ করা হয় । বৈদ্যবাটি খালের পাশ থেকে বিষ্ণুর হাত পা উদ্ধার হলেও বাকি অংশ পাওয়া যায়নি । পরদিন আরও দুই অভিযুক্ত রতন ব্যাপারী ও বিনোদ দাসকে গ্রেপ্তার করেন চন্দননগর কমিশনারেটের গোয়েন্দারা ।

আরও পড়ুন :কিশোরীকে জোর করে বাইকে তোলার চেষ্টা, গ্রেপ্তার 3 অভিযুক্ত

জেরা করে মান্তুর খোঁজ পান গোয়েন্দারা । ঘটনার পরদিন মান্তু বিমানে করে হিমাচলে পালিয়ে গেছিল । গতকাল এলাকায় ফেরে । আজ তাকে শেওড়াফুলি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দরা । ধৃত মান্তুকে জিজ্ঞাসাবাদ করে বিষ্ণুর দেহের বাকি অংশের খোঁজ পেয়েছে পুলিশ । ত্রিকোণ প্রেমের জেরে নৃশংসভাবে বিষ্ণুকে খুন করা হয়েছিল বলে অভিযোগ । তবে মূল অভিযুক্ত বিশালকে ধরার জন্য খোঁজ চালাচ্ছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details