পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

চিটফান্ড কাণ্ডে গ্রেপ্তার পৈলান গ্রুপের এক ডিরেক্টর - pailan

চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে গ্রেপ্তার পৈলান গ্রুপের এক ডিরেক্টর । শিয়ালদা থেকে তাকে গ্রেপ্তার করে CBI । যদিও ধৃতের নাম জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

ফাইল ফোটো

By

Published : Aug 23, 2019, 7:28 PM IST

কলকাতা, 23 অগাস্ট: দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়ে থাকার পর সম্প্রতি শহরে এসেছিলেন । ফের গা ঢাকা দেওয়ার চেষ্টায় ছিলেন ৷ পৌঁছান শিয়ালদায় । সেখানে অপেক্ষা করছিলেন CBI অফিসাররা । আর সেখান থেকেই গ্রেপ্তার করা হয় পৈলান গ্রুপের ডিরেক্টর বিনয় কুমার সিংকে ।

ছোটো থেকে বড় কারবার ফেঁদেছিল ওই গ্রুপটি । বাজার থেকে 500 কোটি টাকারও বেশি তুলেছিল বলে CBI সূত্রে খবর । এই গ্রুপের সঙ্গে জড়িয়ে ছিলেন বেশ কয়েকজন প্রভাবশালী । এর আগে চিটফান্ড কেলেঙ্কারিতে ওই গ্রুপের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে CBI । কিন্তু ওই গ্রুপের অন্যতম এক ডিরেক্টর বিনয় কুমার সিংয়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না । সম্প্রতি তাঁর খোঁজ পাওয়া যায় । কিন্তু ফের গা ঢাকা দেওয়ার চেষ্টায় ছিলেন বলে জানতে পারে CBI । সেই সূত্রেই নজর রাখা হচ্ছিল প্রতিটি পদক্ষেপে ।

আজ তাকে শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details