কলকাতা, ৯ মার্চ : বিজ্ঞাপনের হোর্ডিং লাগাতে গিয়ে মৃত্যু হল এক ঠিকাকর্মীর। নাম জাহাঙ্গির মোল্লা (৪০)। আহত দু'জন। আহতদের MR বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের নাম বিকাশ বেরা ও লক্ষ্মী মণ্ডল। বিকাশকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। লক্ষ্মীর অবস্থা আশঙ্কাজনক।
টালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১ - electrocution
বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়েছেন দু'জন। টালিগঞ্জ ট্রাম ডিপো এলাকার ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, আজ বেলা ৩টে ৩০ মিনিট নাগাদ টালিগঞ্জ ট্রাম ডিপোর কাছে হোর্ডিং লাগাচ্ছিলেন তিনজন। তাঁরা একটি আউটডোর পাবলিসিটি সংস্থার ঠিকা কর্মী। হোর্ডিং লাগানোর জন্য লোহার স্ট্যান্ডে ওঠেন। সেখানে ঝুলছিল একটি খোলা তার। বিষয়টি তাঁদের নজর এড়িয়ে যায়। খোলা তার লোহার স্টান্ডের সংস্পর্শে আসা মাত্রই তিনজনই বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহাঙ্গিরের। বাকি দু'জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থানে পৌঁছায় টালিগঞ্জ থানার পুলিশ এবং CESE-র কর্মীরা। কীভাবে বিদ্যুতের খোলা তার ঝুলছিল তা খতিয়ে দেখা হচ্ছে।