কলকাতা, 23 এপ্রিল: কেন্দ্রীয় দল হাসপাতালে রয়েছে । সেই ফাঁকে হাসপাতাল ছেড়ে পথে কোরোনা সন্দেহে ভরতি এক রোগী ৷
আজ সকাল থেকেই কেন্দ্রীয় দল কলকাতার একাধিক এলাকা ঘুরে দেখছেন ৷ দুপুরে তাঁরা পৌছান এম আর বাঙুর হাসপাতালে ৷ তাঁদের যখন হাসপাতালের সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছিলেন অধিকর্তা সহ কর্মীরা, সেই সময়ই কোরোনা সন্দেহে ভরতি এক ব্যক্তি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন ৷ তিনি সোজা চলে যান টালিগঞ্জ মেট্রো স্টেশনের দিকে ৷ বিষয়টি নজরে আসতেই হাসপাতাল কর্তৃপক্ষ ওই সন্দেহভাজন রোগীকে ফিরিয়ে আনে ৷