কলকাতায় উদ্ধার 5 লাখ টাকার জালনোট, গ্রেপ্তার 1 - কলকাতায় গ্রেপ্তার এক জালনোট চক্রী
কলকাতায় ফের পাকড়াও করা হল জালনোট চক্রের এক সদস্যকে । গতরাতে গোষ্ঠ পাল সরণি থেকে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । ধৃতের কাছে উদ্ধার হয়েছে পাঁচ লাখ টাকার জালনোট ।
![কলকাতায় উদ্ধার 5 লাখ টাকার জালনোট, গ্রেপ্তার 1](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5037597-thumbnail-3x2-fake.jpg)
কলকাতা, 12 নভেম্বর : কলকাতায় ফের গ্রেপ্তার এক জালনোট চক্রী । গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যায় ইডেন গার্ডেন পার্কের কাছে গোষ্ঠ পাল সরণি এলাকায় তাকে গ্রেপ্তার করা হয় । তার নাম বিকাশকুমার দাস । বিহারের ছাপরার বাসিন্দা । তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুই হাজার টাকার আড়াইশোটি জালনোট । ধৃত ব্যক্তি বিহারে জালনোটের কারবার করে বলে জানতে পেরেছে পুলিশ । তবে কোথা থেকে ওই টাকা আসছিল তা এখনও জানা যায়নি । তবে পুলিশ সূত্রের খবর, জালনোট ওই ব্যক্তির হাতে তুলে দিয়ে গা ঢাকা দিয়েছে এই পাচার চক্রের ক্যারিয়ার ।